হোম > জাতীয়

কিছু লোক সর্দি-কাশি হলেই বিদেশে যায়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধনী কিছু লোক দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা না রেখে সর্দি-কাশি হলেই বিদেশে চলে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের পঞ্চম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার সময়ে ধনীরা দেশে বাধ্য হয়ে চিকিৎসা নিয়েছেন। তারা দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা রাখতে পারেন না। অতিমারি করোনাকালে দেশের চিকিৎসকেরা নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছিলাম। এখন প্রতিটি বিভাগেই করে দিচ্ছি। প্রতিটি জেলায়ও একটি করে মেডিকেল কলেজ হবে। আমাদের দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বেশি ছিল। মাতৃমৃত্যু কমাতে বিনা মূল্যে ওষুধ দিচ্ছে সরকার।’

করোনা প্রতিরোধী ভ্যাকসিনের পেছনে সরকার পানির মতো টাকা খরচ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের পেছনে টাকা ব্যয় নিয়ে নানা কথা বলা হচ্ছে। অথচ টিকা বিনা মূল্যে দেওয়া হয়েছে। প্লেন ভাড়া করে টিকা আনা হয়েছে। সেগুলো দিতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে হয়েছে।’

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন