হোম > জাতীয়

সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ এ মেডেল হস্তান্তর করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা ও চীনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

চীনের কাছে কী ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাইবার সিকিউরিটির বিষয়ে আমরা উদ্বিগ্ন। ট্রান্সন্যাশনাল ক্রাইম, আন্তর্জাতিক ক্রাইম—এসব ক্রাইম যাতে আমরা প্রতিরোধ করতে পারি, সেগুলোর জন্য আমরা সব সময় সহযোগিতা চাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চায়নার সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমি মনে করি, এটা আরও শক্তিশালী হবে। আপনারা এমাত্র দেখলেন, চায়না আমাদের কীভাবে তাদের সাপোর্ট দিয়ে গেলেন।’

আসাদুজ্জামান বলেন, ‘চীন সব সময় আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছেন। এটা আরও দেওয়ার জন্য, এর পরিধি আরও বাড়ানোর জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তাঁরা বিবেচনা করেছেন, তাঁরা কনসিডার করেছেন, তাঁরা আমাদের আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। ট্রেনিংয়ের জন্য আমাদের পুলিশ মহাপরিদর্শক ইতিমধ্যে তাদেরকে তালিকা হস্তান্তর করেছেন। আমার মনে হয়, তাঁরা সেটি গ্রহণ করবেন।’

৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন রাষ্ট্র বিরূপ মন্তব্য করেছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচন নিয়ে অনেক দেশ অনেক মন্তব্য করেছে। কিন্তু চায়না সরকার আমাদের বন্ধু। তারা সব সময় বলেছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেখানে আমাদের কোনো মন্তব্য নেই। বাংলাদেশ সরকারই নির্বাচন করবে, আমাদের এখানে কোনো মন্তব্য নাই।’

‘অনেক বিরূপ মন্তব্য করেছেন বলে যে প্রশ্ন করেছেন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, তাঁরা এখন বুঝে গিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশ একটা সুন্দর নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত কোনো দেশ থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি; সেটা আপনারা জানেন। কাজেই আমরা মনে করি, একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আমাদের নির্বাচন কমিশন।’

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব