হোম > জাতীয়

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে এখনই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পিআইডি

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ ভারতে চলে গেছেন গত বছরের ৫ আগস্ট। এই এক বছরে তাঁকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কয়েকবার দেশটিকে অনুরোধ করা হয়েছে। তবে দেশটির সরকারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। এই অবস্থায় তাঁকে দেশে ফিরিয়ে আনতে এখনই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনার বিষয়ে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়। এ নিয়ে কোনো ইতিবাচক উত্তর আসেনি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ অপেক্ষা করছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, এ জন্য তো বিচার আটকে থাকে না।

শেখ হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা সরকার নেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে কয়েকটি কূটনৈতিকপত্র দেওয়া ছাড়াও গত এপ্রিলে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়টিও তোলা হয়।

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা হচ্ছে, বদলে যাচ্ছে মহিলা-শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

স্বাস্থ্যতে একীভূত হচ্ছে দুই বিভাগ, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সাতক্ষীরা জেলা

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা