হোম > জাতীয়

ঢাকায় হবে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়

আজকের পত্রিকা ডেস্ক­

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

শারমীন মুরশিদ বলেন, একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। কার্যালয় চালু হলে সবচেয়ে বেশি যে সুবিধা হবে তা হলো, মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে।

তিনি আরও বলেন, ‘শিগগিরই এই কার্যালয় হবে। এখানে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।’

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নিজেদের অপরাধের তদন্ত হয় না জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, চলে যায়, তাঁরা যদি নিজেদের অপরাধের তদন্ত করে, সে তদন্ততো হয় না। নাগরিক সমাজ থেকে যখন তদন্ত করা হয়, অথবা সত্যটা যখন তুলে ধরা হয়, তখন তাঁদের ওপর নির্যাতন আসে এবং নানা চাপের মুখে থাকতে হয়। সেই কথাগুলো ব্যক্ত করা যায় না, রিপোর্টও করা যায় না।’

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, সরকারের দায়িত্ব মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। তাঁরা (মানবাধিকার পরিষদ) সহায়তামূলক অবস্থান থেকে এখানে এসেছেন।

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব