হোম > জাতীয়

আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না: ডিএমপি কমিশনার

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার বিকেলে তেজগাঁও ডিসি কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না। তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয় সংস্কার শেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ হরতাল আহ্বান করেছে। হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সাজ্জাত আলী বলেন, ‘ফেসবুকে দেখা যাচ্ছে, মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি।’

রাজধানীবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘সব প্রস্তুতি আছে। পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে। বাড়তি নিরাপত্তাব্যবস্থা থাকবে। কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না। খারাপ কোনো কিছু ঘটবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে কমিশনার বলেন, ‘বিচ্ছিন্ন দাবিদাওয়া নিয়ে কিছু গোষ্ঠী সড়ক বন্ধ করছে। তবে ছিনতাই বা অন্যান্য অপরাধ কমে গেছে। যদি বাড়ত, তাহলে গণমাধ্যমে খবর আসত।’

রাস্তা বন্ধ করে আন্দোলন করা বড় সমস্যা। তাই রাস্তা বন্ধ না করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধানের আহ্বান জানান ডিএমপি কমিশনার।

গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, ‘আপনারা (সাংবাদিকেরা) আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান। আমরা পানি মারছি, গ্যাস মারছি, সেটা দেখাচ্ছেন। কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি, কমিশনার নিজে শাহবাগে গেছেন, সেটা প্রচারিত হয় না। কালকে বুঝিয়েছি, ট্রাফিক ব্যবস্থা নষ্ট কইরেন না; কিন্তু উনারা আমার কথা শোনেননি।’

আন্দোলনরতদের দাবি নিয়ে সরকারের সব বিভাগের সঙ্গে পুলিশ কথা বলবে না। এটা পুলিশের কাজ নয়, তারপরও তিতুমীর কলেজের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেন এবং পরে একটা সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন