হোম > জাতীয়

আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না: ডিএমপি কমিশনার

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার বিকেলে তেজগাঁও ডিসি কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না। তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয় সংস্কার শেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ হরতাল আহ্বান করেছে। হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সাজ্জাত আলী বলেন, ‘ফেসবুকে দেখা যাচ্ছে, মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি।’

রাজধানীবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘সব প্রস্তুতি আছে। পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে। বাড়তি নিরাপত্তাব্যবস্থা থাকবে। কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না। খারাপ কোনো কিছু ঘটবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে কমিশনার বলেন, ‘বিচ্ছিন্ন দাবিদাওয়া নিয়ে কিছু গোষ্ঠী সড়ক বন্ধ করছে। তবে ছিনতাই বা অন্যান্য অপরাধ কমে গেছে। যদি বাড়ত, তাহলে গণমাধ্যমে খবর আসত।’

রাস্তা বন্ধ করে আন্দোলন করা বড় সমস্যা। তাই রাস্তা বন্ধ না করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধানের আহ্বান জানান ডিএমপি কমিশনার।

গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, ‘আপনারা (সাংবাদিকেরা) আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান। আমরা পানি মারছি, গ্যাস মারছি, সেটা দেখাচ্ছেন। কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি, কমিশনার নিজে শাহবাগে গেছেন, সেটা প্রচারিত হয় না। কালকে বুঝিয়েছি, ট্রাফিক ব্যবস্থা নষ্ট কইরেন না; কিন্তু উনারা আমার কথা শোনেননি।’

আন্দোলনরতদের দাবি নিয়ে সরকারের সব বিভাগের সঙ্গে পুলিশ কথা বলবে না। এটা পুলিশের কাজ নয়, তারপরও তিতুমীর কলেজের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেন এবং পরে একটা সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা শুরু, সংসদ ভবন এলাকা লোকারণ্য

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য