হোম > জাতীয়

ইউপি চেয়ারম্যান-মেম্বরেরা গালি পাওয়ার যোগ্য: এলজিইডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা সঠিকভাবে কাজ না করায় অনেকে তাঁদের গালি দেন এবং তাঁরা গালি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী তাজুল ইসলাম। পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন তিনি। 

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ইউনিয়নের মেম্বার বলেন, সারা দিন আমরা গালি দেই। সম্ভবত অনেক কারণও আছে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদকে আমরা গালি দেই। আমি মনে করি তাঁরা (গালি) পাওয়ার যোগ্য। কী কারণে? তাঁরা সঠিকভাবে সেবা দেন না এবং এ প্রতিষ্ঠানগুলো যে দুর্নীতিমুক্ত এটা বলা যাচ্ছে না। এ প্রতিষ্ঠানগুলো মানুষের যেসব দায়িত্ব পালন করার কথা সেগুলো ঠিকভাবে পালন করে না। এটা মোটামুটি প্রতিষ্ঠিত। এই ব্যর্থতা তাঁদের নয়, ব্যর্থতা আমার। আমাকে খুঁজে বের করতে হবে ব্যর্থতাটা কার। যে মানুষ জবাবদিহির আওতায় থাকবে না সে নষ্ট হবে। এ জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমরা জনপ্রতিনিধিদের ঠিক করতে পারিনি, জনপ্রতিনিধিদের ঠিক করার দায়িত্ব আমাদের। মেম্বারের পজিশন যে মর্যাদাপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করতে হবে। 

স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় ৪৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন হচ্ছিল না উল্লেখ করে মন্ত্রী তাজুল বলেন, আমাদের নানা উদ্যোগের ফলে এখন ৮০ শতাংশের বেশি পৌরসভায় বেতন ক্লিয়ার আছে। পৌরসভায় সিইও দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। এটা করা হলে মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে। জেলা পরিষদ ও পৌরসভায় অডিটর নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এতে স্বচ্ছতা আসবে, প্রতিষ্ঠান স্বনির্ভর হবে। 

মন্ত্রী জানান, স্থানীয় সরকারের আইনগুলোতে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি আছে। সেগুলো পরিবর্তনে কাজ করছেন তাঁরা। স্থানীয় সরকারের কোনো প্রতিষ্ঠানে জনপ্রতিনিধির মেয়াদ উত্তীর্ণ হলে সেখানে প্রশাসক নিয়োগ করতে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো পরিবর্তন করা হচ্ছে। 

সঠিকভাবে সেবা দিতে হলে সড়কের আইডি নম্বর থাকা দরকার। পৌরসভা ও সিটি করপোরেশনের সড়কে আইডি নম্বরের বিষয়ে অল্প সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী তাজুল ইসলাম। 

মন্ত্রী জানান, আইডি থাকলে সড়ক মেরামত করা হলো তার স্থায়িত্ব কত দিন, মেরামতের জন্য কত দিন পর টাকা দেওয়া হবে। একটা রাস্তা দুইবার দেখিয়ে টাকা নিচ্ছে কি-না, সেটিও সহজে ধরা যাবে। আইডি নম্বর করা হচ্ছে কোথাও অনিয়ম পাওয়া গেলে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় এ জন্য। পৌরসভায় অটোমেশন করা নেই, এ জন্য কমিটি করে দেওয়া হয়েছে। 

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সহসভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সংলাপে বক্তব্য রাখেন। 

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ