হোম > জাতীয়

জাতীয় গ্রিড বিপর্যয়ে ‘ব্ল্যাকআউট’, ২১ জেলা বিদ্যুৎহীন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রতীকী ছবি

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে আজ শনিবার বিকেল থেকে খুলনা, যশোর, ফরিদপুর ও বরিশালের প্রায় ২১ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে সন্ধ্যা ৭টার দিকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। জাতীয় সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) থেকে এ তথ্য জানা গেছে।

পিজিসিবির প্রকৌশলীরা বলছেন, উৎপাদনের চেয়ে বিদ্যুতের চাহিদা বেশি থাকলে সাধারণত ব্ল্যাকআউট বা বিদ্যুৎ সরবরাহ বিপর্যয়ের মধ্যে পড়ে। এটি ট্রিপ নামেও পরিচিত। যে অঞ্চলে এই ট্রিপ হয়, তার নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা তৈরি হয়, ফলে সে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এভাবে একের পর এক কেন্দ্র বন্ধ হয়ে পুরো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন পিজিসিবি ট্রিপ করা এলাকাগুলো গ্রিডের বাইরে নিয়ে যায় বা বিচ্ছিন্ন করে জাতীয় বিপর্যয় প্রতিহত করে। এবারও সেটা করা হয়েছে, তা না হলে সারা দেশ ব্ল্যাকআউট হয়ে যেত।

এর আগে ২০১৪ সালে এ রকম একটি ঘটনায় সারা দেশ প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। সেবার ভারত থেকে আসা বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার কারণে গ্রিড বিপর্যয় ঘটেছিল।

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলী আবু হাসান বলেন, আজ বিকেল ৫.৪৭ মিনিটে ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকার মধ্যে শুধু কুষ্টিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বলে জানা গেছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে ব্ল্যাকআউটের কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

জানা গেছে, আমিনবাজার-গোপালগঞ্জ গ্রিডের সমস্যার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার পর থেকে ধীরে ধীরে চালু করা হচ্ছে।

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার