হোম > জাতীয়

বিচার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার বিভাগকে শক্তিশালী করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচারের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘বিচার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে।’ 

আজ সোমবার সংবিধান, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। 

প্রধান বিচারপতি বলেন, ‘আদালতের কার্যক্রম চলাকালে সুপ্রিম কোর্টের বিচারকরা বিভিন্ন সময়ই নানা মন্তব্য করেন। সে সব মন্তব্যের সব গণমাধ্যমে আসা ঠিক না। আপনারা এসব একটু বিবেচনা করবেন।’ 

প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমি কুষ্টিয়ার একটি গ্রামের মানুষ। আমি সাধারণত স্থানীয় ভাষায় কথা বলি। তবে সংবাদমাধ্যমগুলো আমার আঞ্চলিক ভাষার সে বক্তব্য বা মন্তব্য খুব সুন্দরভাবে লিখে প্রতিবেদন তৈরি করে। দেখে আমি মুগ্ধ হয়ে যাই।’ 

এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আদালতে বিচারাধীন মামলার জট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারকদের নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া সাংবাদিকরা যাতে সুপ্রিম কোর্ট থেকে সহজে প্রয়োজনীয় তথ্য পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন বিচার বিভাগের প্রধান। 

এ সময় উপস্থিত ছিলেন এলআরএফের সভাপতি আশুতোষ সরকার, সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সহসভাপতি দিদারুল আলম, যুগ্মসম্পাদক ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সদস্য শেখ জামাল, আব্দুল্লাহ তুহিন, আমিনুল ইসলাম মল্লিক ও মাহমুদুল আলম। 

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি