হোম > জাতীয়

সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও দক্ষিণ সুদান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ সুদান। বৃহস্পতিবার জুবাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বিয়াতরাইস ওয়ানি-নোয়াহ সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই মন্ত্রী সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সুদানে পৌঁছানোর পর দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ডেং ডাউ ডেং জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে অভ্যর্থনা জানান। দক্ষিণ সুদানে পৌঁছানোর পর দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন এ কে আবদুল মোমেন। এ সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।

বৈঠকে এ কে আবদুল মোমেন বিয়াতরাইস ওয়ানি-নোয়াহকে জানান দক্ষিণ সুদান প্রতিষ্ঠা পাওয়ার পরপরই বাংলাদেশ দেশটিকে স্বীকৃতি দিয়েছে। দুই দেশের কৃষি, শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং কারিগরি প্রশিক্ষণ খাতে একে অপরকে সহযোগিতা করতে পারে। বৈঠকে দুই দেশই খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, তথ্য ও প্রযুক্তি, স্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা কারিগরি প্রশিক্ষণ খাতে একত্রে কাজ করতে একমত হয়েছে।

এ ছাড়া অভিন্ন স্বার্থ এর জন্য ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বিয়াতরাইস ওয়ানি-নোয়াহকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আবদুল মোমেন। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন সম্পর্ক নিয়েও দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন এ কে আবদুল মোমেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন তৈরির লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি