হোম > জাতীয়

হাইকমিশনের বিবৃতির পর মিটল পেট্রাপোলের ইমিগ্রেশন জটিলতা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে মাল্টিপল ভ্রমণ ভিসায় যাতায়াতে জটিলতা নিরসন হওয়ায় আগের নিয়মেই ভারত যাচ্ছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। 

সর্বশেষ ভ্রমণের পর তিন মাসের মধ্যে মাল্টিপল ভিসায় ভারতে যাওয়া যাবে না—এ ধরনের সংবাদের ভিত্তিতে ভারতীয় হাইকমিশন থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পর্যটন ভিসায় বাংলাদেশিদের ভারত গমনে নতুন কোনো নির্দেশনা জারি করা হয়নি। আগের নিয়মে যাত্রী প্রবেশে কোনো ধরনের বাধা থাকার কথা নয়। 

আজ রোববার দুপুর থেকে মাল্টিপল ভিসায় ভারত গমনে বাধা দেয়নি পশ্চিমবঙ্গের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

এর আগে গত শনিবার কোনো কারণ ব্যাখ্যা করা ছাড়াই বাংলাদেশি যাত্রীদের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ফেরত পাঠায়। বিশেষ করে ভ্রমণ ভিসায় সর্বশেষ ভ্রমণের তিন মাসের মধ্যে যারা ভারত যাচ্ছিলেন তাঁদের অনুমতি দেয়নি। পাসপোর্টে ‘এন্ট্রি রিফিউজড’ সিল মেরে যাত্রীদের ফেরত পাঠানো হয়। পরে ফেরত যাত্রীরা বেনাপোল ইমিগ্রেশনে জিডি এন্ট্রি করেন। 

পরে বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীদের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ায় বিষয়টি দৃষ্টিগোচর হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের। 

এরপর এ নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে’ বলে উল্লেখ করে হাইকমিশন অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দেয়। 

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ বলেন, ‘শনিবারের বিষয়টি সুরাহা হয়েছে। আজ ভ্রমণ ও বিজনেস ভিসায় সব যাত্রী ভারতে গেছে। কোনো যাত্রীকে ফেরত পাঠানো হয়নি। 

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী