হোম > জাতীয়

লবণযুক্ত চামড়া কেনা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ১৫৪টি ট্যানারি আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারা দেশের লবণযুক্ত চামড়া কেনা শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ)। সংগঠনটির চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক শাহীন আহমেদ বলেন, ‘এ বছর ১ কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও ৫ থেকে ৬ লাখ ছাগল, ভেড়া ও বকরির চামড়া নষ্ট হওয়ায় ৯৫ লাখ চামড়া সংগ্রহ করা সম্ভব হবে।’ 

আজ বুধবার ধানমন্ডি ক্লাব লিমিডেটের ভিআইপি লাউঞ্জে ঈদ-পরবর্তী কাঁচা চামড়া ক্রয়-বিক্রয়, সংরক্ষণ, পরিবহনসহ সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। 

বিটিএর চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ‘চামড়াশিল্পের মূল উপাদান কাঁচা চামড়ার মোট জোগানের ৫০ ভাগেরও বেশি ঈদুল আজহার সময় সংগ্রহ করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্যানারি মালিকেরা ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করেছেন। সংগৃহীত কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করাই বড় চ্যালেঞ্জ।’ 

শাহীন আহমেদ বলেন, কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের জন্য কেমিক্যাল প্রয়োজন। সুপারভাইজড বন্ড সুবিধার আওতায় ট্যানারিসমূহ কেমিক্যাল সংগ্রহ করে থাকে। সুপারভাইজড বন্ড বহাল রাখা ও এর সুবিধার আওতা বৃদ্ধি করা প্রয়োজন। সুপারভাইজড বন্ড ব্যবস্থা বহাল রাখার জন্য বিটিএ জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করেছে। বোর্ড এ বিষয়ে সম্মতি দিলে কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের কেমিক্যাল সহজলভ্য হবে। 

বিটিএর চেয়ারম্যান বলেন, ‘চামড়া ব্যবস্থাপনা নিয়ে ঈদের আগে থেকেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যুগোপযোগী হয়েছে। সরকারের বেঁধে দেওয়া দামেই ট্যানারি মালিকেরা চামড়া সংগ্রহ করবে। ভবিষ্যতে আমরা চামড়ার বাজার নৈরাজ্য রোধে লবণযুক্ত চামড়া ও লবণ ছাড়া কাঁচা চামড়ার দাম নির্ধারণের জন্য সরকারের (বাণিজ্য মন্ত্রণালয়) কাছে প্রস্তাব দেব বা অনুরোধ করব।’ 

বিটিএ চেয়ারম্যান বলেন, চামড়া শিল্পনগরীর ভূমি বরাদ্দ নীতিমালা হালনাগাদ করা হলে ট্যানারি ব্যবসা সম্প্রসারিত হবে, রপ্তানি বৃদ্ধি পাবে। এ ছাড়া চামড়া প্রক্রিয়াকরণের কেমিক্যালের সহজলভ্যতার ক্ষেত্রে সুপারভাইজড বন্ড ব্যবস্থা বহাল রাখা, পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা, সিইটিপির সক্ষমতা বৃদ্ধি, জমির জিডিও সম্পাদন সহজীকরণ, এলডব্লিইউজি সনদ অর্জনে সহায়তা, হাজারীবাগের জায়গা রেডজোন মুক্ত করার দাবি জানান শাহীন আহমেদ। 

এবার ঈদুল আজহায় ৯৯ লাখ ৫০ হাজারের মতো পশু কোরবানি হয়েছে। প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম গত বছরের চেয়ে ৭ টাকা বৃদ্ধি করে ঢাকায় ৪৭-৫২ টাকা করা হয়েছে। ঢাকার বাইরে ৪০-৪৪ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। খাসির কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুটে ৩ টাকা বাড়িয়ে ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বকরির লবণযুক্ত চামড়ার দর অপরিবর্তিত রয়েছে। 

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি