হোম > জাতীয়

ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রেস উইং

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে একান্ত এই সাক্ষাৎ করেন তাঁরা।

ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য অনুসারে, এমন ব্যক্তিগত সাক্ষাৎ রাজা সাধারণত তাঁদেরই দেন, যাঁদের কাজ ও অবদানকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন। এটি কেবল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ নয়, বরং একটি সম্মানজনক রাজকীয় স্বীকৃতি হিসেবেও বিবেচিত।

আজ বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত লন্ডনের স্থানীয় সময় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের পর বেলা ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত আয়োজিত ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস।

এই আয়োজনে রাজা চার্লস তৃতীয় নিজ হাতে ড. ইউনূসকে ‘হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ দেবেন। পরিবেশ, শান্তি ও মানুষের মধ্যে সাম্য-সহাবস্থানের পক্ষে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

জুন ২০২৪ সালে রাজা চার্লস তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের পক্ষে কাজ করা ব্যক্তিদের সম্মান জানাতে এই নতুন পুরস্কার চালু করেন। প্রথমবার এই সম্মান পান জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ইতিমধ্যে অধ্যাপক ইউনূসকে এই সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

রাজা চার্লসের কাছ থেকে এই সম্মান প্রাপ্তি বাংলাদেশ ও ড. ইউনূস—উভয়ের জন্যই এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি