হোম > জাতীয়

জাতীয় জাদুঘরে 'সুইজারল্যান্ড কর্নার' উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জাতীয় জাদুঘরের বিশ্ব সভ্যতা গ্যালারিতে 'সুইজারল্যান্ড কর্নার' উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআর্ড এই কর্নারের উদ্বোধন করেন। ঢাকার সুইজারল্যান্ড দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক সহযোগী সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নাথালি শিউআর্ড বলেন, জাতীয় জাদুঘরে এই সুইস কর্নার বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের ক্রমবর্ধমান সম্পর্কের একটি অনন্য মাইলফলক।

এ সময় নাথালি শিউআর্ড সুইজারল্যান্ড সম্পর্কে আরও জানতে পরিবার ও বন্ধুদের নিয়ে এই কর্নার ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

সুইজারল্যান্ড কর্নারে মাল্টিমিডিয়াসহ ১০০ টিরও বেশি সুইস প্রদর্শনী রয়েছে। স্থায়ী এই প্রদর্শনীটি জাদুঘরের সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই কর্নার বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘস্থায়ী এবং বিস্তৃত অংশীদারত্বের পরিচয় তুলে ধরবে। এ ছাড়া একটি গতিশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে সুইজারল্যান্ডের মূল্যবোধ ও অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে জানার সুযোগ করে দেবে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন