হোম > জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে চলবে ‘হট মিডিয়া টেস্ট’, অনাকাঙ্ক্ষিত শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি রড প্রবেশের আগে রিঅ্যাক্টর কনটেইনমেন্টের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। এরপর সেখানে ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এই পরীক্ষায় অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হবে।

এতে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদার রুশ প্রতিষ্ঠান রোসাটম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কনটেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের কনটেইনমেন্টের (সুরক্ষাব্যূহ) অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষায় নকশা অনুযায়ী কনটেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত হয়েছে।

এতে বলা হয়, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শিগগির কিছু ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এর মধ্যে রয়েছে কুল্যান্ট সার্কিটকে নকশা অনুযায়ী নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করা এবং বাষ্প উৎপাদন, সক্রিয় অবস্থায় বাষ্প নির্গমনকারী ডিভাইসের নিরাপত্তা পরীক্ষা করা। এই পরীক্ষার সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হবে, যা সম্পূর্ণ পূর্বনির্ধারিত। এ নিয়ে স্থানীয় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ। রোসাটম জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তাই সংস্থাটির মূল লক্ষ্য হলো সব নিরাপত্তা চাহিদা পূরণ করা।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিল হলো পাঁচ শতাধিক

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি