হোম > জাতীয়

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরা নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় অনিশ্চিত হয়ে পড়েছে কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের ফেরা। আজ সোমবার সকালে কাতার ভিত্তিক টেলিভিশন আল–জাজিরার প্রতিবেদনে জানানো হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ায় কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ কাউকে বিমানবন্দরে না আসতে অনুরোধ করেছে। লুটপাট ও অপহরণ ঠেকাতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়েছে। এমন একটি বার্তা দিয়েছেন তাঁরা। 

ব্র্যাক ইন্টারন্যাশনাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আফগানিস্তানের ১০টি প্রদেশে প্রায় ৩ হাজার কর্মীর মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রবাসী কর্মীদের মধ্যে তিনজন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, তাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে। কাবুলে থাকা নয়জন বাংলাদেশির মধ্যে তিনজন গত শুক্রবার বিমানযোগে রওনা দিয়েছেন এবং বাকি ৬ জনের আগামী ২২ আগস্টের মধ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। কিন্তু সংঘর্ষ ও গোলাগুলিতে হতাহতের ঘটনায় আজ সকালে বিমানবন্দর বন্ধ ঘোষণা করার পর বাংলাদেশিদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস নেই। উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম একই সঙ্গে আফগানিস্তান, তাজিকিস্তানে ও কিরগিজস্তানের দায়িত্বে আছেন। তিনি গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ব্র্যাকের ছয় কর্মী সংস্থার আবাসিক পরিচালকের বাসায় আশ্রয় নিয়েছেন। জাহাঙ্গীর জানান, কাবুলে আর কেউ আছে কি–না সেটি ব্র‍্যাকের মাধ্যমে জানা চেষ্টা করেছি। অন্য শহরগুলো থেকে কেউ কোনো তথ্য জানায়নি। এরই মধ্যে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি হটলাইন চালু করা হয়েছে। যদি কোনো তথ্য পাওয়া যায় +৯৯৮-৯৯৯১১৯১০২ এবং +৯৯৮-৯৭৪৪০২২০১ নম্বরে জানাতে অনুরোধ করেন তিনি। 

রাষ্ট্রদূত আরও জানিয়েছিলেন, তিনজন বাংলাদেশি আফগানিস্তানে কারাগারে বন্দী ছিলেন, তালেবান যোদ্ধারা সেখানে ঢুকে পড়ার পর অনেকেই পালাতে সক্ষম হন। ছাড়া পেয়ে বন্দী এক বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। 

ব্র‍্যাকের নির্বাহী পরিচালক শামেরান আবেদ এক বিজ্ঞপ্তিতে গত ১৩ আগস্ট আফগানিস্তানের থাকা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। সেখানে বলা হয়, ১৯ বছরের বেশি সময় ধরে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। 

এখন পরবর্তী করণীয় নিয়ে কাজ চলছে বলে আজকের পত্রিকাকে জানান সংস্থাটির গণমাধ্যম শাখার প্রধান রাফে সাদনান আদেল। 

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর