হোম > জাতীয়

দুই বছরের মধ্যে রেল দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে: রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগামী দুই বছরের মধ্যে রেল সংক্রান্ত দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ঢাকা-২০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ এ প্রশ্ন করেন।

রেলওয়েতে দুর্ঘটনার কারণ উল্লেখ করে রেলপথ মন্ত্রী জানান, রেলপথ, রোলিং স্টক, সিগন্যালিং, লেভেল ক্রসিং সংশ্লিষ্ট ত্রুটি, জনবল সংকটের কারণে ট্র্যাক, কোচ ও ব্রিজে মেইনটেন্যান্সের অভাব রয়েছে। অবৈধ লেভেল ক্রসিং গেট দিয়ে অনিয়ন্ত্রিত সড়কযান পারাপার সচেতনতার অভাব।

মন্ত্রী জানান, ট্রেনের দুর্ঘটনা রোধে ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে। রেলট্র্যাক, রোলিংস্টক, ট্রেন অপারেশন, সিগন্যালিং সিস্টেম প্রভৃতি উন্নয়নে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ডিপিপি প্রণয়ের কাজ চলছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দায়ী কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক