হোম > জাতীয়

দুই বছরের মধ্যে রেল দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে: রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগামী দুই বছরের মধ্যে রেল সংক্রান্ত দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ঢাকা-২০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ এ প্রশ্ন করেন।

রেলওয়েতে দুর্ঘটনার কারণ উল্লেখ করে রেলপথ মন্ত্রী জানান, রেলপথ, রোলিং স্টক, সিগন্যালিং, লেভেল ক্রসিং সংশ্লিষ্ট ত্রুটি, জনবল সংকটের কারণে ট্র্যাক, কোচ ও ব্রিজে মেইনটেন্যান্সের অভাব রয়েছে। অবৈধ লেভেল ক্রসিং গেট দিয়ে অনিয়ন্ত্রিত সড়কযান পারাপার সচেতনতার অভাব।

মন্ত্রী জানান, ট্রেনের দুর্ঘটনা রোধে ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে। রেলট্র্যাক, রোলিংস্টক, ট্রেন অপারেশন, সিগন্যালিং সিস্টেম প্রভৃতি উন্নয়নে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ডিপিপি প্রণয়ের কাজ চলছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দায়ী কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা