হোম > জাতীয়

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫৭ টাকা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোক্তা পর্যায়ে পরপর দুই মাস তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমলেও তৃতীয় মাসে এসে আবারও দাম বেড়েছে। ৫৭ টাকা বাড়িয়ে চলতি মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৩৫ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামে গ্যাসের সিলিন্ডার কিনতে হবে ভোক্তাদের। 

আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দামের ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন। মে মাসের মূল্য সমন্বয়ে দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসেরও।

সংবাদ সম্মেলনে বিইআরসির পক্ষ থেকে বলা হয়, মে মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন ৫৫৫ মার্কিন ডলার ধরে এলপিজি সিলিন্ডার গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড এলপিজির এপ্রিল মাসে মূল্য ছিল শূন্য দশমিক ২১ পয়সা। এবার তা বেড়ে হয়েছে শূন্য দশমিক ২২ পয়সা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান ও বিইআরসির সচিব মো. খলিলুর রহমান খান।

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে