হোম > জাতীয়

সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সিইসির সভাপতিত্বে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।

এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসে ইসি। ওই সংলাপে শিক্ষাবিদেরা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই। দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব। এ জন্য তাঁরা রাজনৈতিক সমঝোতার দাবি জানান।

এরপর ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে ইসি ৩৯ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানালেও ১৯ জন অংশ নিয়েছিলেন।

নুরুল হুদা কমিশনের বিদায়ের পর গত ২৭ ফেব্রুয়ারি হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন শপথ নেয়। দায়িত্ব গ্রহণের পরপরই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শ করার পর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

ইসি আলমগীর জানান, ধারাবাহিক সংলাপে বসবে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসা হবে।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু