প্রতিনিধি
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বালতির পানিতে ডুবে দুখু মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমেছে শোকের মাতম।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কয়াগোলাহাট ঘোনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। শিশুটি ওই এলাকার দিনমজুর মো. জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ওইদিন সকালে মা মুক্তা বেগম দেড় বছর বয়সী দুখু মিয়াকে ঘরে রেখে মাঠে গরু চড়াতে যায়। এসময় শিশুটি সবার অজান্তে গরুকে খাওয়ানোর জন্য রাখা পানি ভর্তি বালতিতে পড়ে যায়। পরে ফিরে এসে শিশুটির মা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।