আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ৬ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মো. মাহবুবুর রহমান, মোছা জান্নাতুল ফেরদৌস, মো. মুনিরুজ্জামান, মোহাম্মদ আসাদুজ্জামান নূর, এসএম শাফায়েত হোসেন ও জিএম আতিকুর রহমান জামালী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের শূন্য ছয়টি পদের বিপরীতে উল্লেখিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলো। তাঁরা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী বেতনভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন।