হোম > জাতীয়

ই-অরেঞ্জের মাসুকুর ও আমানুল্লাহ আরেক মামলায় দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানুল্লাহকে আরেকটি প্রতারণার মামলায় দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

কোতোয়ালি থানায় দায়ের করা ও প্রতারণার মামলায় তদন্ত কর্মকর্তা এসআই খালিদ শেখ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন এবং এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত দুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ আগস্ট অ্যাডভোকেট নাজমুল হাসান ২৩ লাখ ২৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে মাশুকুর রহমান ও আমানুল্লাহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত এপ্রিল থেকে বাদীসহ কয়েকজন ই-অরেঞ্জে বিভিন্ন পণ্য অর্ডার করে অগ্রিম টাকা পরিশোধ করেন। কিন্তু আজ পর্যন্ত তাঁরা কোনো পণ্য পাননি। অনেক ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে তাঁদের পণ্য দেয়নি এই প্রতিষ্ঠানটি। এভাবে ই-অরেঞ্জ ২৩ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট গুলশান থানায় এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় দুই দফা রিমান্ড শেষে তাঁদের ২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন