হোম > জাতীয়

ই-অরেঞ্জের মাসুকুর ও আমানুল্লাহ আরেক মামলায় দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানুল্লাহকে আরেকটি প্রতারণার মামলায় দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

কোতোয়ালি থানায় দায়ের করা ও প্রতারণার মামলায় তদন্ত কর্মকর্তা এসআই খালিদ শেখ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন এবং এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত দুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ আগস্ট অ্যাডভোকেট নাজমুল হাসান ২৩ লাখ ২৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে মাশুকুর রহমান ও আমানুল্লাহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত এপ্রিল থেকে বাদীসহ কয়েকজন ই-অরেঞ্জে বিভিন্ন পণ্য অর্ডার করে অগ্রিম টাকা পরিশোধ করেন। কিন্তু আজ পর্যন্ত তাঁরা কোনো পণ্য পাননি। অনেক ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে তাঁদের পণ্য দেয়নি এই প্রতিষ্ঠানটি। এভাবে ই-অরেঞ্জ ২৩ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট গুলশান থানায় এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় দুই দফা রিমান্ড শেষে তাঁদের ২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার