হোম > জাতীয়

খালাস পেলেন দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ইকবাল ও মীর নাসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও মীর নাসির। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নয় বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সে সঙ্গে পৃথক মামলায় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে ১৩ বছর ও তাঁর ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেওয়া তিন বছরের দণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে।

হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তাঁদের করা আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদক ২০০৭ সালে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ওই মামলা করে।

দুদকের ওই মামলায় বিচারিক আদালত টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১১ সালে তাঁকে খালাস দেন। তবে দুদক আপিল করলে আপিল বিভাগ খালাসের রায় বাতিল করে পুনঃ শুনানির আদেশ দেন। পরে হাইকোর্ট পুনরায় শুনানি করে দণ্ড বহাল রাখেন। এরপর আপিল বিভাগে আবেদন করেন টুকু। তাঁর পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এদিকে দুদক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তাঁর ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় ২০০৭ সালে মামলা করে। ওই মামলায় বিচারিক আদালত মীর নাসির উদ্দিনকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তাঁরা পৃথক আপিল করলে হাইকোর্ট ২০১০ সালে তাঁদের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায় বাতিল চেয়ে দুদক আপিল বিভাগে গেলে পুনরায় শুনানি করতে নির্দেশ দেওয়া হয়। পুনরায় শুনানি করে হাইকোর্ট সাজা বহাল রাখলে তাঁরা আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ তাঁদের খালাস দিয়ে রায় দেন। আদালতে দুজনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

কুমিল্লা-৪: বিএনপির মনজুরুলের মনোনয়নপত্র বাতিল করল ইসি, হাসনাতেরটি বহাল

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান