হোম > জাতীয়

মার্কিন এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হলেন পিটার হাস

মার্কিন জ্বালানি কোম্পানির এক্সিলারেট এনার্জি ইনকরপোরেটেডের কৌশলগত উপদেষ্টা হিসেবে হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত পিটার ডি হাস। পিটার হাস দীর্ঘ ৩৩ বছর যুক্তরাষ্ট্র সরকারের চাকরি করেছেন। গত ২৭ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র পরিষেবা থেকে অবসর গ্রহণ করেন। অতি সম্প্রতি বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন তিনি। চলতি মাসেই তাঁর এক্সিলারেটের ওয়াশিংটন ডিসি অফিসে যোগ দেওয়ার কথা।

রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্টেট ডিপার্টমেন্ট অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল—অর্থনৈতিক ও ব্যবসায়িক বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট, ভারতের মুম্বাইতে কনসাল জেনারেল এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) উপ–স্থায়ী প্রতিনিধি। বৈদেশিক পরিষেবা কর্মজীবনের শুরুতে হাস লন্ডন, রাবাত, বার্লিন এবং পোর্ট–অ–প্রিন্সের মার্কিন দূতাবাসে চাকরি করেছেন।

এক্সিলারেটের প্রেসিডেন্ট এবং সিইও স্টিভেন কোবোস এক বিবৃতিতে বলেছেন, পিটার হাসকে এক্সিলারেটে যোগ দেওয়ায় আমি আনন্দিত। স্টেট ডিপার্টমেন্টে কর্মজীবনে তিনি মার্কিন ব্যবসা এবং বাণিজ্যিক স্বার্থের একজন অক্লান্ত কর্মী ছিলেন। ভূ–রাজনীতি এবং বাজারের মধ্যকার সম্পর্ক তিনি ভালো বোঝেন। আমি নিশ্চিত, তাঁর নেতৃত্ব এবং অভিজ্ঞতা আমাদের বিশ্বব্যাপী অবস্থানকে শক্তিশালী করবে এবং বিশ্বজুড়ে আমাদের গ্রাহকদের জন্য জ্বালানি সুরক্ষা দিতে আমাদের সাহায্য করবে।

পিটার হাস এ বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, এক্সিলারেট এনার্জির উদ্ভাবনী এলএনজি সমাধানের মিশনে যোগ দিতে পেরে আনন্দিত। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিশ্বজুড়ে জীবনমান উন্নত করতে তারা কাজ করে।

এক্সিলারেট এনার্জি ইনকরপোরেটেড হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এলএনজি কোম্পানি। কোম্পানির সদর দপ্তর টেক্সাসের উডল্যান্ডে। কোম্পানিটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উৎপাদন, পরিবহন এবং সরবরাহে কাজ করে। আবুধাবি, এন্টওয়ার্প, বোস্টন, বুয়েনস এইরেস, চট্টগ্রাম, ঢাকা, দোহা, দুবাই, হেলসিঙ্কি, লন্ডন, ম্যানিলা, রিও ডি জেনিরো, সিঙ্গাপুর এবং ওয়াশিংটন ডিসিতে এক্সিলারেটের কার্যালয় রয়েছে।

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক