হোম > জাতীয়

জাতিসংঘের মহাসচিবের ইফতারে রোহিঙ্গার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের উপস্থিতিতে আয়োজিত ঐতিহাসিক ইফতার অনুষ্ঠানে অংশ নিতে এসে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় এক লাখ রোহিঙ্গা অংশ নেন। তবে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও নেয়ামত উল্লাহ নামের এক রোহিঙ্গা দুর্ঘটনার শিকার হন, যা অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য বেদনাদায়ক হয়ে ওঠে।

ক্যাম্প কর্মকর্তাদের বরাতে জানা গেছে, অনুষ্ঠানের সময় ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর পর নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আহত চারজনের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রায় এক লাখ রোহিঙ্গা এই ঐতিহাসিক ইফতারে অংশ নেন এবং জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করেন।

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স