হোম > জাতীয়

জাতিসংঘের মহাসচিবের ইফতারে রোহিঙ্গার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের উপস্থিতিতে আয়োজিত ঐতিহাসিক ইফতার অনুষ্ঠানে অংশ নিতে এসে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় এক লাখ রোহিঙ্গা অংশ নেন। তবে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও নেয়ামত উল্লাহ নামের এক রোহিঙ্গা দুর্ঘটনার শিকার হন, যা অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য বেদনাদায়ক হয়ে ওঠে।

ক্যাম্প কর্মকর্তাদের বরাতে জানা গেছে, অনুষ্ঠানের সময় ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর পর নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আহত চারজনের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রায় এক লাখ রোহিঙ্গা এই ঐতিহাসিক ইফতারে অংশ নেন এবং জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করেন।

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই