হোম > জাতীয়

সেমিনার-কর্মশালায় অংশ নেওয়ার সম্মানী ৫০০-১৫০০ টাকা বাড়াল সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারের পরিচালন বাজেটের আওতায় আয়োজিত সেমিনার ও কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সাত বছর পর এই সম্মানীর হার বাড়িয়ে গত ২৭ মে অফিস আদেশ জারি করেছে অর্থ বিভাগ। আগামী ১ জুলাই থেকে সম্মানীর নতুন হার কার্যকর হবে।

সেমিনার বা কর্মশালা উপস্থাপনের সম্মানী সাড়ে তিন হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে চার হাজার টাকা করা হয়েছে। আর সঞ্চালনের সম্মানী তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া সেমিনার বা কর্মশালায় সহায়ক কর্মচারীর সম্মানী দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা এবং আলোচকের সম্মানী আড়াই হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে। সহায়ক কর্মচারী ও আলোচক হিসেবে সর্বোচ্চ তিনজনকে এই সম্মানী দেওয়া যাবে।

এর বাইরে র‍্যাপোর্টিয়ারের সম্মানী দুই হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। সর্বোচ্চ দুজনকে এই সম্মানী দেওয়া যাবে। এ ছাড়া সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মানী এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে।

অর্থের প্রাপ্যতা নিশ্চিত হয়ে এই সম্মানী দেওয়ার নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। সবশেষ ২০১৮ সালের ৭ জুন সরকার সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার নির্ধারণ করেছিল। সাত বছর পর সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার বাড়াল সরকার।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল