হোম > জাতীয়

সেমিনার-কর্মশালায় অংশ নেওয়ার সম্মানী ৫০০-১৫০০ টাকা বাড়াল সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারের পরিচালন বাজেটের আওতায় আয়োজিত সেমিনার ও কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সাত বছর পর এই সম্মানীর হার বাড়িয়ে গত ২৭ মে অফিস আদেশ জারি করেছে অর্থ বিভাগ। আগামী ১ জুলাই থেকে সম্মানীর নতুন হার কার্যকর হবে।

সেমিনার বা কর্মশালা উপস্থাপনের সম্মানী সাড়ে তিন হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে চার হাজার টাকা করা হয়েছে। আর সঞ্চালনের সম্মানী তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া সেমিনার বা কর্মশালায় সহায়ক কর্মচারীর সম্মানী দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা এবং আলোচকের সম্মানী আড়াই হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে। সহায়ক কর্মচারী ও আলোচক হিসেবে সর্বোচ্চ তিনজনকে এই সম্মানী দেওয়া যাবে।

এর বাইরে র‍্যাপোর্টিয়ারের সম্মানী দুই হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। সর্বোচ্চ দুজনকে এই সম্মানী দেওয়া যাবে। এ ছাড়া সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মানী এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে।

অর্থের প্রাপ্যতা নিশ্চিত হয়ে এই সম্মানী দেওয়ার নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। সবশেষ ২০১৮ সালের ৭ জুন সরকার সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার নির্ধারণ করেছিল। সাত বছর পর সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার বাড়াল সরকার।

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান