হোম > জাতীয়

দুই ছেলেসহ শামসুল হক টুকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। ছবি: সংগৃহীত

সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, তাঁর ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিফ শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক মো. আল আমিন তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি কার্ড ব্লক করার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শামসুল হক টুকু ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা ভোগদখল করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন। শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে অন্য মামলায় কারাগারে রয়েছেন। তিনি জামিনে মুক্তি পাওয়ার পর বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে।

অভিযুক্ত টুকুর ছেলেরাও বিদেশে চলে যেতে পারেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে তাঁদের অবৈধভাবে অর্জন করা সম্পদ রাষ্ট্রের প্রয়োজনে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এ ছাড়া তাঁদের অবৈধভাবে অর্জিত সম্পদ তাঁরা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বিক্রি করতে পারেন বলে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন।

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স