হোম > জাতীয়

দুই ছেলেসহ শামসুল হক টুকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। ছবি: সংগৃহীত

সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, তাঁর ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিফ শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক মো. আল আমিন তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি কার্ড ব্লক করার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শামসুল হক টুকু ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা ভোগদখল করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন। শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে অন্য মামলায় কারাগারে রয়েছেন। তিনি জামিনে মুক্তি পাওয়ার পর বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে।

অভিযুক্ত টুকুর ছেলেরাও বিদেশে চলে যেতে পারেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে তাঁদের অবৈধভাবে অর্জন করা সম্পদ রাষ্ট্রের প্রয়োজনে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এ ছাড়া তাঁদের অবৈধভাবে অর্জিত সম্পদ তাঁরা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বিক্রি করতে পারেন বলে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী