গুম করে নির্যাতনের অভিযোগে করা মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে তিন মাস সময় দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
২০১২ সালে গোলাম মুর্তোজা নামের একজন ছাত্রনেতাকে ৪৭ দিন গুম করে নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছিল। ওই ঘটনায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল গত ১৫ এপ্রিল।
নির্দেশ অনুযায়ী তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হলে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ সোহায়েলের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, একজন নাগরিককে গুম করে দীর্ঘদিন রেখে অমানুষিক নির্যাতনের পর মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। সেই ভুক্তভোগী নিজে অভিযোগ করেছেন।