হোম > জাতীয়

স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চান ভারতের রাষ্ট্রপতি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আজ বৃহস্পতিবার বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত

ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃহস্পতিবার বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র গ্রহণের পর এসব কথা বলেন।

হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পরিচয়পত্র হস্তান্তর করেন।

রাষ্ট্রপতি মুর্মু নবনিযুক্ত হাইকমিশনারকে সম্ভাষণ জানান। দুই দেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় একযোগে আত্মত্যাগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি রচিত হয়েছে। তিনি আন্তযোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সমৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

দুই বছরের জন্য আঞ্চলিক সংস্থা বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় তিনি বাংলাদেশকে অভিনন্দন জানান।

রিয়াজ হামিদুল্লাহ দুই দেশের মধ্যকার বহুমুখী অংশীদারত্বের যে সম্পর্ক, তা জোরদার করার বিষয়ে নিজের অঙ্গীকারের কথা রাষ্ট্রপতি মুর্মুকে জানান। তিনি বলেন, যুবসমাজ দুই দেশের নাগরিকদের মধ্যে সবচেয়ে বড় অংশ। তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাইকমিশনার দ্রৌপদী মুর্মুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান।

সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচে নিযুক্ত হওয়া পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ গত ১৪ এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন। নতুন দায়িত্বে নিযুক্তির আগে তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম ও বহুপক্ষীয়), নেদারল্যান্ডস রাষ্ট্রদূত, শ্রীলঙ্কায় হাইকমিশনার ও কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালকসহ বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

থাইল্যান্ড, কোস্টারিকা, তুরস্ক, কাজাখস্তান ও সেন্ট কিটিস অ্যান্ড নেভিসের রাষ্ট্রদূতেরাও গতকাল পৃথক পৃথক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির কাছে নিজ নিজ পরিচয়পত্র হস্তান্তর করেন।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ