হোম > জাতীয়

স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চান ভারতের রাষ্ট্রপতি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আজ বৃহস্পতিবার বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত

ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃহস্পতিবার বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র গ্রহণের পর এসব কথা বলেন।

হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পরিচয়পত্র হস্তান্তর করেন।

রাষ্ট্রপতি মুর্মু নবনিযুক্ত হাইকমিশনারকে সম্ভাষণ জানান। দুই দেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় একযোগে আত্মত্যাগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি রচিত হয়েছে। তিনি আন্তযোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সমৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

দুই বছরের জন্য আঞ্চলিক সংস্থা বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় তিনি বাংলাদেশকে অভিনন্দন জানান।

রিয়াজ হামিদুল্লাহ দুই দেশের মধ্যকার বহুমুখী অংশীদারত্বের যে সম্পর্ক, তা জোরদার করার বিষয়ে নিজের অঙ্গীকারের কথা রাষ্ট্রপতি মুর্মুকে জানান। তিনি বলেন, যুবসমাজ দুই দেশের নাগরিকদের মধ্যে সবচেয়ে বড় অংশ। তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাইকমিশনার দ্রৌপদী মুর্মুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান।

সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচে নিযুক্ত হওয়া পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ গত ১৪ এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন। নতুন দায়িত্বে নিযুক্তির আগে তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম ও বহুপক্ষীয়), নেদারল্যান্ডস রাষ্ট্রদূত, শ্রীলঙ্কায় হাইকমিশনার ও কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালকসহ বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

থাইল্যান্ড, কোস্টারিকা, তুরস্ক, কাজাখস্তান ও সেন্ট কিটিস অ্যান্ড নেভিসের রাষ্ট্রদূতেরাও গতকাল পৃথক পৃথক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির কাছে নিজ নিজ পরিচয়পত্র হস্তান্তর করেন।

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ