হোম > জাতীয়

আফগানিস্তান থেকে কাতারে ১২ বাংলাদেশি, কাল ফিরতে পারেন ৬ জন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তান থেকে উদ্ধার করে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে ১২ বাংলাদেশিসহ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থী। সেখানে গতকাল রোববার ছয় বাংলাদেশির করোনাভাইরাসের পিসিআর পরীক্ষা করা হয়েছে। করোনাভাইরাস নেগেটিভ এলে আজ সোমবারই বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তাঁরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গতকাল তাঁদের পিসিআর টেস্ট করানো হয়েছে। যদি নেগেটিভ আসে, তাহলে আজ একটি কমর্শিয়াল ফ্লাইট ধরে ওনারা চলে আসবেন। আগামীকাল ভোরে পৌঁছাবেন। আরও ৬ বাংলাদেশিসহ ১৬০ শিক্ষার্থীকেও একই প্রক্রিয়ায় পিসিআর টেস্ট করে পাঠানো হবে।’ 

করোনার পরীক্ষার বাইরে অন্য কোনো প্রক্রিয়া রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, যে দেশে রয়েছেন, সেই দেশের নিয়ম অনুসরণ করে ওনাদের আসতে হবে। 

আফগানিস্তানে থাকা তিন বাংলাদেশি ব্র্যাক কর্মীর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বলেন, আমরা এখনো চেষ্টা চালাচ্ছি। যত শিগগিরই সম্ভব আমরা ওনাদের নিয়ে আসব। 

এর আগে কাবুল বিমানবন্দর থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় গত শুক্রবার ১৬০ শিক্ষার্থীর সঙ্গে ছয় বাংলাদেশি আফগানিস্তান ছাড়েন। আর গত শনিবার দুপুরে আরও ৬ বাংলাদেশি আফগানিস্তান থেকে বের হন। সেখান থেকে উদ্ধার করে তাঁদের কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ