হোম > জাতীয়

সেপ্টেম্বরের প্রথম দিনেই প্রায় ৩০০ রোগী শনাক্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট কমছেই না। আগস্টের প্রথম দিনেই আজ রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে প্রায় ৩০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র দেখা গেছে। এদিকে কীটতত্ত্ববিদেরা বলছেন, আগামী ১৫ দিনে ডেঙ্গু প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৯৫ জন। এদের মধ্যে ঢাকায় ২৫০ জন এবং বাইরে ৪৫ জন। আগের দিন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ২৬৬ জন। এদের মধ্যে ঢাকায় ২২০ জন এবং বাইরে ৪৬ জন। গত মাসের ৩১ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৯৮ জন। আর চলতি সেপ্টেম্বরের প্রথম দিনেই রোগী শনাক্ত হয়েছে ২৯৫ জন। গত জুলাইকে মারা গেছেন ১২ জন এবং আগস্টে ৩৩ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১০ হাজার ৬৫১ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৪৪৭ জন। গত জুলাই ও আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৬৮ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ৭ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩ জন ও কুর্মিটোলায় ৩ জনসহ মোট ১০৭ জন। 

আগামী ১৫ দিনে ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি বলেন, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা ও এডিস মশার ঘনত্ব এই চারটি প্যারামিটার দিয়ে প্রোগ্রেস মডেল তৈরি করা হয়। এতে দেখা গেছে আগামী ১৫ দিনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। এ সময়ে মশক নিধন কার্যক্রম চলমান রাখতে হবে এবং ডিডিকেটেড হাসপাতালগুলোকে উপযুক্ত চিকিৎসা বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। 

ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। গত শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রকোপ রোধে মানববন্ধন করেছে। আর গত রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হন নগরবাসী। ডেঙ্গু প্রকোপ কমাতে সিটি করপোরেশন দায়িত্ব পালন করলেও তাদের ভূমিকা নিয়ে নগরবাসীর অভিযোগের শেষ নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর ৬টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রেখেছে। 

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী