হোম > জীবনধারা > রূপবটিকা

কেমিক্যাল পিল করাতে হলে আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে

শোভন সাহা

প্রশ্ন: শুনেছি, ত্বকের দাগ কেমিক্যাল পিলের সাহায্যে সারানো হয়। এই কেমিক্যাল পিল আসলে কী? কীভাবে করা হয়? এটা কি সব ত্বকের জন্য উপযোগী? কেমন খরচ পড়তে পারে?
নিশাত মাহমুদ দিদার, চট্টগ্রাম

ত্বকের দাগ দূর করার জন্য কেমিক্যাল পিল করা যেতে পারে। সেটা করার জন্য বিশেষজ্ঞকে আগে ত্বক দেখিয়ে পরামর্শ নিতে হবে। কেমিক্যাল পিল অনেক ধরনের হয়। অনেক ধরনের অ্যাসিডে এই পিল তৈরি। এর মাত্রাও বিভিন্ন রকমের হয়। তাই আপনার উচিত হবে একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করা। তিনি ত্বক দেখে বলতে পারবেন, কোন ধরনের কেমিক্যাল পিল উপযোগী এবং কতগুলো সেশন আপনাকে নিতে হবে। 

প্রশ্ন: লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট কালচে হয়ে যায়?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

লিপ বাম ব্যবহার করলে ঠোঁটের রং কালো হয়ে যায় না। তবে লিপ বামে যদি রং থাকে এবং সেটার মান ভালো না হয়, তাহলে দীর্ঘদিন ব্যবহারের পর ঠোঁট কালচে দেখাতে পারে। 

প্রশ্ন: টাইফয়েডের কারণে আমার চুল অনেক পাতলা হয়ে গেছে। কী করলে চুলের বৃদ্ধি ঘটানো যাবে?
লীনা ফেরদৌসী, টাঙ্গাইল

কোনো ভালো বিউটি ক্লিনিকে গিয়ে কিছু ভিটামিনের সমন্বয়ে চুলে ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে আপনার চুল আবার আগের মতো বৃদ্ধি পাবে।

পরামর্শ দিয়েছেন– শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার

ত্বক টান টান আর উজ্জ্বল রাখতে চান? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাকগুলো

উজ্জ্বল ত্বক পেতে ঘরেই বানান চকলেট ফেস মাস্ক

শীতে শুষ্ক চুলের যত্নে সেরা স্যালন ট্রিটমেন্ট

সামনেই বিয়ে? ত্বকের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই

ব্রণের আছে ঘরোয়া দাওয়াই, ব্যবহার করে দেখুন

শীতে যেসব কারণে ত্বকে নারকেল তেল ব্যবহার করবেন

শীতে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কমলালেবুর খোসা দিয়ে তৈরি করুন ফেসপ্যাক