ত্বকের যত্নে এলাচি ব্যবহার করতে পারেন। এলাচির কথায় আঁতকে উঠবেন না। এটি ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। গরমমসলা হিসেবে ঐতিহ্যগতভাবে এটি আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয়ে আসছে শত শত বছর ধরে। এ ছাড়া ভেষজ হিসেবেও এর ব্যবহার আছে। এই বহুমুখী মসলাটিতে অ্যান্টি-অক্সিডেন্ট ও তেল থাকে। এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে, প্রদাহ কমাতে ও অকালবার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এলাচি ত্বক পুষ্ট করে, পানির ভারসাম্য রক্ষা করে এবং ত্বক নরম ও কোমল করে।
ত্বকের গঠন উন্নত করে
এলাচি সেল টার্নওভার বৃদ্ধি করে ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। এর ফেস স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি অমসৃণ ত্বকের টোন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে পারে।
ঠোঁটে হাইড্রেশন দেয়
এনসাইক্লোপিডিয়া অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমসে প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে এলাচি ঠোঁটের যত্নের জন্য উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট পরিবেশগত ক্ষতি থেকে ঠোঁট রক্ষা করতে সাহায্য করে। এলাচির প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ঠোঁটের সমস্যা প্রশমিত করতে এবং লাল ভাব কমাতে সাহায্য করে। শুকনো ও ফাটা ঠোঁটের যত্নে এটি ব্যবহার করা যেতে পারে।