হোম > জীবনধারা > রূপবটিকা

ভিটামিন সি ও ই-সমৃদ্ধ সেরাম সব ধরনের ত্বকের জন্য নিরাপদ

শারমিন কচি

প্রশ্ন: গরমে আমার মাথার ত্বক খুব ঘামে। চুল আঠা আঠা হয়ে যায়। ফলে অনেক বেশি শ্যাম্পু করতে হয়। কীভাবে চুল পরিষ্কার, ঘামমুক্ত ও মসৃণ রাখতে পারি?
মৌরি রহমান, কুষ্টিয়া

উত্তর: ঘাম হওয়া ভালো। এর মাধ্যমে ত্বকের ছিদ্র দিয়ে জীবাণু ও ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়। যদি ঘাম না হয় তাহলে বুঝতে হবে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গেছে, যেটা স্বাস্থ্যকর নয়। ভালো করে শ্যাম্পু করতে পারলে চুল আঠা আঠা হবে না। শ্যাম্পুর সঙ্গে অল্প লবণ মিশিয়ে এরপর ব্যবহার করলে মাথার ত্বক ও পুরো চুল ভালোভাবে পরিষ্কার হবে। প্রতিবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে।

প্রশ্ন: আমার ত্বক মিশ্র। কোন ধরনের সেরাম ত্বকের জন্য উপযোগী। সেরাম কেনার আগে কী দেখে কিনব। আগে কখনো সেরাম ব্যবহার করিনি। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা 

উত্তর: এ ধরনের ত্বকে ভালো ব্র‍্যান্ডের যেকোনো সেরাম ব্যবহার করা যাবে। যদি প্রথমবারের মতো ব্যবহারের কথা ভেবে থাকেন, তাহলে ভিটামিন সি ও ভিটামিন ই-সমৃদ্ধ সেরাম ব্যবহার করতে পারেন। এগুলো সব ধরনের ত্বকের জন্যই নিরাপদ। এরপর ত্বকের প্রয়োজন বুঝে হোয়াইটেনিং বা অন্যান্য সেরাম ব্যবহার করতে পারেন।

পরামর্শ দিয়েছেন: পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

ই-মেইল: aj@ajkerpatrika.com

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার

ত্বক টান টান আর উজ্জ্বল রাখতে চান? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাকগুলো

উজ্জ্বল ত্বক পেতে ঘরেই বানান চকলেট ফেস মাস্ক

শীতে শুষ্ক চুলের যত্নে সেরা স্যালন ট্রিটমেন্ট

সামনেই বিয়ে? ত্বকের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই

ব্রণের আছে ঘরোয়া দাওয়াই, ব্যবহার করে দেখুন

শীতে যেসব কারণে ত্বকে নারকেল তেল ব্যবহার করবেন