হোম > জীবনধারা > রেসিপি

খাসির মাংসের কোরমা

ফিচার ডেস্ক

রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

খাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

খাসির মাংস ১ কেজি, টক দই আধা কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনিয়া ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, লবণ ও চিনি স্বাদমতো, কাঁচা ও পাকা মরিচ ৮ থেকে ১০টা, ঘি ২ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজকুচি ও বেরেস্তা আধা কাপ করে।

প্রণালি

খাসির মাংস, আদা ও রসুনবাটা, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া, জিরাগুঁড়া ও টক দই দিয়ে মাখিয়ে রাখুন ঘণ্টাখানেক। পরে কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। তারপর ম্যারিনেট করা মাংস দিয়ে ঢাকনাসহ রান্না করুন কম তাপে সেদ্ধ হওয়া পর্যন্ত। পরে ঘি, গরমমসলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে রান্না করুন আরও কিছু সময়। ওপরে তেল ভেসে এলে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল খাসির মাংসের কোরমা।

মুলা দিয়ে মলা শুঁটকির ঝাল

ডিসেম্বরে বিকেলের নাশতায় যে সালাদ রাখতে পারেন

কাজুবাদাম দিয়ে গরুর মাংসের ঝাল রসা

যে আচার মৌসুমি রোগবালাই থেকে মুক্ত রাখবে

চোখ-মুখের ফোলা ভাব দূর করতে

শিম দিয়ে ইলিশের ঝাল

বুটের কমলা আকৃতির হালুয়া

শীতে পাতে থাকুক জলপাই ও মুলা দিয়ে মসুর ডাল

পনির ভাপা পিঠা

রাবড়ি পাটিসাপটা