হোম > জীবনধারা > রেসিপি

আমের মৌসুমে এখন ট্রেন্ডি খাবার ম্যাঙ্গো স্টিকি রাইস

চলছে আমের মৌসুম। আম, দুধ আর ভাত একসঙ্গে মেখে খাওয়ার চল তো আর আজকের নয়। কিন্তু হালের ট্রেন্ড খেয়াল করলে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় ম্যাঙ্গো স্টিকি রাইস নামের একটি খাবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশ-বিদেশের রেস্তোঁরায়ও জায়গা করে নিয়েছে এই খাবার। বাড়িতেও কি একবার তৈরি করতে চান ট্রেন্ডি এই খাবার? আপনাদের জন্য ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনী ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর

ফিচার ডেস্ক

রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।

উপকরণ

পাকা আম ২টি, বিন্নি চাল ১ কাপ, ⁠নারকেলের দুধ ১ কাপ, ⁠চিনি আধা কাপ (মিষ্টি বেশি চাইলে বাড়িয়ে নিতে পারেন), লবণ আধা চা-চামচ।

কোকোনাট ক্রিম বানাতে যা লাগবে

নারকেল দুধ এক কাপের ৪ ভাগের ৩ ভাগ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ।

প্রণালি

চাল দেড় কাপ পানিতে সেদ্ধ বসিয়ে দিতে হবে। আরেকটি পাত্রে ১ কাপ নারকেল দুধ, আধা কাপ চিনি এবং আধা চা-চামচ লবণ মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। ভাত রান্না হয়ে গেলে এতে নারকেল দুধের মিশ্রণ দিয়ে মিশিয়ে ঢেকে রেখে দিতে হবে ১০-১৫ মিনিট।

এবারে কোকোনাট ক্রিম তৈরির জন্য ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ নারকেল দুধ, ১ টেবিল চামচ চিনি এবং আধা চা-চামচ লবণ ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ঘন ক্রিম তৈরি করে নিতে হবে।

এবার আম ছোট টুকরা করে কেটে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন ম্যাঙ্গো স্টিকি রাইস। চাইলে কোকোনাট বা ম্যাঙ্গো আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন।

বড় দিনে কেক হবে না!

তিনটি সহজ ও সুস্বাদু ভেজ খাবার

শীতের সকাল শুরু হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যুপ দিয়ে

বাঁধাকপি দিয়ে গরুর মাংস

আজকের লাল-সবুজ খাবার

মুলা দিয়ে মলা শুঁটকির ঝাল

ডিসেম্বরে বিকেলের নাশতায় যে সালাদ রাখতে পারেন

কাজুবাদাম দিয়ে গরুর মাংসের ঝাল রসা

যে আচার মৌসুমি রোগবালাই থেকে মুক্ত রাখবে

চোখ-মুখের ফোলা ভাব দূর করতে