হোম > জীবনধারা > ফ্যাশন

চল্লিশের পরও মনামী ঘোষের মতো তরুণ থাকতে চান?

ফিচার ডেস্ক, ঢাকা 

অভিনেত্রী মনামী ঘোষ। ছবি: ফেসবুক

দেখে মনে হবে, খুব বেশি হলে বয়স তাঁর ত্রিশের কোঠায়। মানে, এখনো ৩০ পূর্ণ হয়নি। কিন্তু বাস্তবে তিনি ৪১!

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষের কথা বলছি। যাঁরা বলেন, ভেতো বাঙালি চল্লিশের পর খানিক মুটিয়ে যাবে না, তা কি হয়? হয়। নিশ্চয়ই হয়। মনামীর ফেসবুক পেজ একবার ঘেঁটে দেখুন। বয়সের পারদ ওপরের দিকে উঠতে থাকায় যাঁরা নিজেদের লুক নিয়ে আশাহত, তাঁরা আবার জোশ পাবেন।

ফিট থাকতে কোমরের মাপে নজর দেন মনামী। পাশাপাশি কীভাবে পোশাক পরলে আরও লাস্য়ময়ী দেখাবে, তা-ও তাঁর ভাবনায় থাকে। জেনে নিন, চল্লিশের পরও মনামী ঘোষের মতো ফিট দেখাবে কোন কোন উপায় মেনে চললে—

টাইটফিট পোশাক

ফিট থাকতে কোমরের মাপে নজর দেন মনামী। ছবি: ফেসবুক

যদিও এখন ওভারসাইজ পোশাকের রমরমা চলছে ফ্যাশন হাউসগুলোতে। পাশাপাশি বডি শেমিংয়ের কারণে বয়স একটু বাড়লেই নারীরা ঢিলেঢালা পোশাকে ওয়ারড্রোব পূর্ণ করতে থাকেন। কিন্তু জেনে রাখা ভালো, বেশি ঢিলেঢালা পোশাক পরলে চেহারা ভারী মনে হবে। বয়স বাড়লেই যে বড় মাপের পোশাক পরতে হবে, তেমন কোনো কথা নেই; বরং একটু শরীরচর্চা করে যদি কোমরের মাপটা বাগে এনে সঠিক মাপের পোশাক পরা যায়, তাহলে লুকটা তারুণ্যদীপ্ত হয়ে উঠবে। ফিট দেখাতে চাইলে বডিকন, ফিটিং মিডি ড্রেস, ফিটিং শার্ট, মারমেইড টেইল স্কার্ট বা গাউন, চিকন পাড়ের শিফন বা সিল্কের শাড়ি, ব্যাকলেস, ডিপকাট ব্লাউজও কিন্তু দারুণ জমিয়ে দেবে।

ন্যুড মেকআপই যথেষ্ট

ন্যুড মেকআপের প্রতি দারুণ দুর্বলতা আছে মনামীর। ছবি: ফেসবুক

ন্যুড শেডের লিপস্টিক, আইশ্যাডো ও ব্লাশন সংগ্রহে রাখুন। জমকালো ভাব আনতে ফোকাস করুন চোখের মেকআপে। পুরু কাজল আর ন্যুড লিপস্টিক কিন্তু অন্য রকম আবেদন ফুটিয়ে তুলবে চোখেমুখে। গয়নাও ভারিক্কি হওয়ার প্রয়োজন নেই। স্বচ্ছন্দ বোধ করেন এমন কানের ছোট দুল, লকেটওয়ালা চেইন আর আংটিই যথেষ্ট।

বয়স ৪০-এর কোঠা পেরোলেই কি হালকা রং পরতে হবে

বয়স বাড়লেই হালকা রঙের পোশাক পরতে হবে, তেমন কোনো কথা নেই। ছবি: ফেসবুক

অনেকে ভাবেন, হালকা রঙের পোশাক বোধ হয় বেশি বয়সে উপযোগী। তবে অতিরিক্ত সাদা বা ধূসর, বেইজ ত্বকের ঔজ্জ্বল্য কমিয়ে দিয়ে চেহারা নিষ্প্রাণ দেখাতে পারে। চেষ্টা করুন এক রঙের বা নিউট্রাল কালারের জামাকাপড় পরতে। একটু ফ্যাটি হলে কালো বা গাঢ় রঙের একরঙা পোশাক পরতেই পারেন। আভিজাত্য় তো ফুটে উঠবেই; নিজের কাছেও নিজেকে দেখতে ভালো লাগবে।

হাই হিলে ভয় কী

বয়স চল্লিশ মানেই যে হিল জুতাগুলো বাক্সবন্দী করতে হবে, তা কিন্তু নয়। আত্মবিশ্বাসের সঙ্গে হাইহিল পরে ফেলুন। তবে কখন, কোথায়, কীভাবে পরছেন, সেটা বুঝে পরলেই হলো। জানেনই তো, হাই হিল গ্ল্যামারাস লুক আনতে অনবদ্য।

ছবি: ফেসবুক

বিজয়ের আমেজ যাচ্ছে পাওয়া

শীতেও জনপ্রিয় ক্রপ টপ কো-অর্ডস

আংটিবদলের দিনে যে ধরনের পোশাক পরতে পারেন

উৎসবের এ মাসে লাল রঙের পোশাকের সঙ্গে যেমন হবে সাজ

দাওয়াতে পরার বাহারি চাদর

এই শীতে সঙ্গী করুন কাশ্মীরি সোয়েটার

হালকা শীতে কী পরবেন

মিস ইউনিভার্স ২০২৫: ন্যাশনাল কস্টিউম রাউন্ডের ৭টি ছবি

প্রিয়তমর হালফ্যাশনে চাদর

টাইডাইয়ের হালকা শীতের পোশাক