হোম > জীবনধারা > ফ্যাশন

রোহিত সারাফের মন কেড়ে নেওয়া ফ্যাশন স্টেটমেন্ট

সানজিদা সামরিন, ঢাকা 

ইউটিউবে ‘ইশক ভিশক রিবাউন্ড’ চলচ্চিত্রে দর্শন রাভালের গাওয়া ‘সোনি সোনি’ গানটি এখন পর্যন্ত কত মিলিয়ন ভিউ পেয়েছে, তার হিসেব পরে। আগে রোহিত সারাফের কথায় আসি। হালের হার্টথ্রব এই গানটির জন্যই যেন হাজারো তরুণীর মন কেড়ে নিয়েছেন। ঘোর লাগা চাউনি তো বটেই, পোশাক আশাকেও দারুণ ফিটফাট তিনি। আশপাশে ঘাড় ঘোরালেই দেখবেন এই তারকার জন্য দিওয়ানা হয়ে যাওয়া কিশোরীদের মন জোগাতে কিশোর, এমনকি তরুণেরাও চুলটা আঁচড়ে নিচ্ছেন, হাতে ওভারসাইজড ব্রেসলেট জড়িয়ে নিচ্ছেন রোহিত সারাফের মতোই।

ফ্যাশন স্টেটমেন্টের প্রসঙ্গে রোহিত সারাফের কাছে প্রথম গুরুত্ব পায় ‘আরাম’। ওটিটি সিরিজ ‘মিসম্যাচড’ এর এই অভিনেতা বরাবরই দেখিয়েছেন, বোল্ড আউটফিটের সঙ্গে আরামকে কী করে সন্ধি করা যায়। মানে ট্রেন্ড আর আরাম এই দুইয়ের সম্মিলনই হলো রোহিত সারাফের ফ্যাশন ধারণা।

রোহিত সারাফ যে ডেনিমের প্রতি দুর্বল, তা বুঝতে বাকি নেই ভক্তদের। টপ টু বটম ডেনিমে ঢাকা পড়তে আপত্তি নেই তাঁর। সাদা ডেনিম প্যান্টের ওপর নীল শেডের ডেনিম শার্ট পরে পায়ে কালো বুট জুতো গলিয়ে একেবারেই নাইন্টিজ হিরো সেজে উঠতেও তাঁর মন্দ লাগে না।

সিল্কের কালো ভেস্টের ওপর নীল ও সাদা বুননের জ্যাকেট। বটমওয়্যার হিসেবে ছিল কালো জিনসের প্যান্ট। গলায় মিনিমালিস্টিক রুপার নেকপিস যেমন তাঁর স্টাইলিংয়ে পূর্ণতা এনেছিল, তেমনি এনে দিয়েছিল আভিজাত্য়।

কালোতে গর্জিয়াস রোহিত! সিক্যুইন করা কালো কোট, এক কানে ছোট্ট স্টাড নিয়েই যেন নেটিজেনদের চোখ ঝলসে দিচ্ছেন ‘ইশক ভিশক রিবাউন্ড’ তারকা।

প্রিন্টের পোশাক বরাবরই পছন্দ এ তারকার। কয়লা ধূসর ডেনিমের সঙ্গে প্রিন্টের শার্ট আর কালো জুতো; এ যেন চিরচেনা রোহিত সারাফ।

কালোর পাশাপাশি গোলাপি রংও যে রোহিতের পছন্দের তালিকায় আছে, তা এই ‘মিসম্যাচড’ অভিনেতাকে দেখলেই বোঝা যায়। পোশাকে রঙের খেলা খেলতেই বুঝি কখনো সাদা টি–শার্টের ওপর গোলাপি জ্যাকেট, গোলাপি পোলো–শার্ট বা গোলাপি স্ট্রাইপের শার্ট পরতে দেখা যায় এই তারকাকে।

সূত্র: ফিল্মবিট

ছবি: ইনস্টাগ্রাম ও ফেসবুক

শীতে চাদর স্টাইলিং করবেন যেভাবে

কোরিয়ানরা কেন কালো-সাদা পোশাকে ‘আসক্ত’

এক অগোছালো স্ক্র্যাপবুকের ফ্যাশন স্মৃতি: ২০০০ থেকে ২০২৫ এ প্রত্যাবর্তন

সাজি ভালোবাসার লাল-সবুজে

বিজয়ের আমেজ যাচ্ছে পাওয়া

শীতেও জনপ্রিয় ক্রপ টপ কো-অর্ডস

আংটিবদলের দিনে যে ধরনের পোশাক পরতে পারেন

উৎসবের এ মাসে লাল রঙের পোশাকের সঙ্গে যেমন হবে সাজ

দাওয়াতে পরার বাহারি চাদর

এই শীতে সঙ্গী করুন কাশ্মীরি সোয়েটার