হোম > জীবনধারা > জেনে নিন

পরিষ্কার কাপড় ও জুতা পরলে সারা দিন ফ্রেশ থাকবেন

শোভন সাহা

প্রশ্ন: বেশি ঘাম হয় বলে ডিওডোরেন্ট ও পারফিউম ব্যবহারের পরও অস্বস্তি হয়। দীর্ঘক্ষণ তরতাজা ভাব ধরে রাখতে কী করণীয়?
উত্তর: প্রথমে ভালোভাবে বডি সোপ বা শাওয়ার জেল দিয়ে বডি ওয়াশ করে নিতে হবে। এরপর টাওয়েল দিয়ে ভালোভাবে শরীর মুছে বগলে ডিওডোরেন্ট রোল ওন, ডিও স্টিক লাগাতে হবে। বডির সব জয়েন্টে ডিও স্প্রে লাগাতে হবে পায়ের পাতাসহ। এরপর পরিষ্কার কাপড় ও জুতা পরলে সারা দিন থাকবেন ফ্রেশ। পরিষ্কার কাপড় প্রথম ব্যবহারের সময় ভালো পারফিউম লাগালে ফ্রেশ থাকে ঘামের পরেও।

প্রশ্ন: চুল শ্যাম্পু করার পরও মাথার ত্বক চুলকায় এবং নখে সাদা সাদা ময়লা উঠে আসে। করণীয় কী?
উত্তর: খুব সম্ভবত এটা খুশকি। খুশকির প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়ার পর ভালো মানের অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে একেবারে এ সমস্যার সমাধান হয়ে যাবে। মাথার ত্বক অনেক শুষ্ক হলে শ্যাম্পু করার আগে খাঁটি নারকেল বা জলপাই তেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।

প্রশ্ন: চুল হাইলাইট করার পর রুক্ষ হয়ে জট পাকিয়ে গেলে কী করণীয়?
উত্তর: ব্লিচ দিয়ে কালার করে ডিপোসিট কালার ব্যবহার না করে ছেড়ে দেওয়া হলে এ রকম হতে পারে। এ ক্ষেত্রে পারলারে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। ব্রাজিলিয়ান টক্স ট্রিটমেন্টও নিতে হতে পারে। ঘরে টক দই লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেও কিছুটা উপকার পাওয়া যাবে।

পরামর্শ দিয়েছেন, শোভন সাহা , কসমেটোলজিস্ট, শোভন মেকওভার।

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com

প্রিয়জনদের খুশি রাখার সহজ উপায়

ভাগ্যবান হতে চান? গবেষণা বলছে, উপায় আছে

রান্নাঘরের আগুন থেকে সতর্ক হবেন যেভাবে

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

দীর্ঘদিন কলা টাটকা রাখার উপায়

বাসন ধুতে গিয়ে হাত শুষ্ক হওয়া ঠেকাতে বেছে নিন ডিশওয়াশিং লিকুইডের প্রাকৃতিক বিকল্প

আজকের রাশিফল: বিদেশ থেকে কোনো ভালো খবর আসবে, সবকিছুতে যুক্তি খুঁজতে নেই

পরিচিত এই ১০ নারীর সম্পদের পরিমাণ জানলে চমকে যাবেন

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

আজকের রাশিফল: অফিসের বস বেশি খাটিয়ে ক্রেডিট নিয়ে যাবে, ব্যবসায় মন্দা