হোম > জীবনধারা > জেনে নিন

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ঢেউ’-এর র‍্যাফল ড্র অনুষ্ঠিত

ফিচার ডেস্ক, ঢাকা 

র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল একটি আই ফোন সিক্সটিন প্রো ম্যাক্স। ছবি: সংগৃহীত

‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাবব্র্যান্ড ‘ঢেউ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ র‍্যাফল ড্র আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার বিকেল ৪টায় সারার মোহাম্মদপুরের আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে গিভ অ্যাওয়ের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। র‍্যাফল ড্রয়ে প্রথম পুরস্কার ছিল একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স। এ পুরস্কার জিতেছেন মাসুম রানা। দ্বিতীয় পুরস্কার ছিল একটি গেম প্লেয়ার প্লে স্টেশন ফাইভ। এটি জিতেছেন ফারজানা আক্তার মাহি। এ ছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী ছিলেন রুবাইয়াত রুবা। তিনি জিতেছেন একটি আকর্ষণীয় অ্যাপল ওয়াচ সিরিজ-১০।

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। এর প্রথম আউটলেট ছিল ঢাকার মিরপুর-৬ এ। এরপর প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় আউটলেট তৈরি করে বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এতে। এ ছাড়া ঢাকার মধ্য়ে মোহাম্মদপুর, ওয়ারী, উত্তরা, বারিধারা জে ব্লক ও বনশ্রীতে রয়েছে এর আউটলেট। ঢাকার বাইরে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল ও নারায়ণগঞ্জেও রয়েছে সারার আউটলেট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্রুতই খুলনা শহরের শিববাড়ি মোড়ে সারার আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।

আউটলেটে কেনাকাটার পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট থেকে দেশের যেকোনো জায়গায় বসেই অর্ডার করা যাবে পছন্দের পণ্যটি। এ ছাড়া তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করার সুবিধা রয়েছে। চাইলে কেনাকাটার জন্য সারা অ্যাপ ডাউনলোড করা যাবে প্লে স্টোর থেকে।

শীতকালে লেপে মুখ ঢেকে ঘুমাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো

প্রতিদিন ওজন কমবেশি হয় যে ৫ কারণে

আজকের রাশিফল: একটু কঞ্জুস হোন, রোমান্সের জন্য দারুণ দিন হলেও রাতে ঝগড়ার সম্ভাবনা

আজকের রাশিফল: প্রাক্তনের মেসেজ পেয়ে আবেগে ভেসে যাবেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন

আজকের রাশিফল: আজ ফিল্টার ছাড়া মুখ ছুটবে, তর্কে জড়ালে বুমেরাং হবে

কেন ওকিনাওয়ার মানুষেরা এত বেশি বাঁচে?

বিশ্বের কোন দেশে নারীর সংখ্যা বেশি, তবু নেই সমতা

আজকের রাশিফল: পকেট ফাঁকা থাকলেও সেলফিতে প্রচুর লাইক পাবেন, সঙ্গী মুগ্ধ হবেন

ডায়াবেটিস রোগীদের ৬টি অপরিহার্য সঙ্গী

আজকের রাশিফল: প্রেমিকাকে মেসেজ নাকি কল—সিদ্ধান্ত নিতেই দিন পার, জীবনের অর্থ খুঁজে হয়রান