হোম > জীবনধারা > জেনে নিন

গাছের পানিশূন্যতায় কী করবেন

ফিচার ডেস্ক

ছবি: রিনিশ ডিআইওয়াই নেস্ট

পানিশূন্যতার কথা শুনে অবাক হচ্ছেন? গাছেরও পানিশূন্যতা দেখা দিতে পারে। গাছ ঠিকমতো বেড়ে না উঠলে, পাতা হলুদ হয়ে গেলে, অসময়ে পাতা ঝরে পড়লে বুঝতে হবে গাছ পানির অভাবে ভুগছে। প্রতিদিন গাছের গোড়ায় পানি দেওয়ার পরেও যদি এমন লক্ষণ দেখা দেয়, তাহলে সতর্ক হতে হবে।

গাছের পানিশূন্যতা রোধে যে কাজগুলো করতে পারেন, গাছে পানি দেওয়ার সময় টব ভরে পানি দিন। তবে খেয়াল রাখতে হবে, সেই পানি যেন টবে জমে না থেকে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। যাঁরা বারান্দা নোংরা হওয়ার কারণে টবে ছিদ্র করেন না, তাঁরা প্রতিদিন পানি না দিয়ে এক থেকে তিন দিন পরপর টব ভরে পানি দিন।

ক্যাকটাস বা রসাল গাছপালার টবের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে পানি দিন। অ্যান্থরিয়াম, কালাডিয়াম, পামট্রির মতো গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার গাছে পানি দিতে হবে মাটি অর্ধেকটা শুকিয়ে গেলে। অন্যদিকে ফার্ন বা লতাপাতাওয়ালা গাছে পানি দিতে হবে মাটিতে আর্দ্রতা বুঝে। অনেক লতাপাতা আবার পানিতেই বেঁচে থাকে, সেসব পানি নিয়মিত বদলে দিন।

একটি লম্বা কাঠি টবের মাটির ভেতরে প্রবেশ করান। টবে পানির পরিমাণ ঠিক থাকলে কাদামাটি কাঠিতে লেগে যাবে। শুকনো হলে কাঠিতে লাগবে না। এই পরীক্ষায় বোঝা যাবে মাটির আর্দ্রতা কেমন। সে অনুযায়ী কখন পানি দিতে হবে তা বোঝা যাবে।

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

একটু হাঁটুন, সুস্থ থাকুন

ঘরে সঠিক লাইটিং করতে যে ১০টি ভুল করবেন না

যে ৪ অমিল দাম্পত্য সম্পর্ক ভাঙার কারণ

একই সম্পর্কে বারবার ফিরে আসা কেন?

আজকের রাশিফল: চোখাচোখি হওয়ার প্রবল সম্ভাবনা, বসের নেক নজরে পড়বেন

কৈশোরের প্রেম ও সহিংসতা নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলুন

চল্লিশে বাঁচুন প্রাণখুলে

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শীতে গোলাপের পরিচর্যা করবেন যেভাবে