হোম > জীবনধারা > জেনে নিন

স্বামী ১৩ বছরের ছোট হওয়ায় যে বিপদে পড়েছেন ব্রিটিশ নারী

বেশির ভাগ দম্পতির ক্ষেত্রেই স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে। তবে স্ত্রীর বয়স স্বামীর চেয়ে বেশি এমন উদাহরণও আছে ভূরি ভূরি। ইংল্যান্ডের বার্নলিতে বসবাস করা মেল মুন তাঁদেরই একজন, যিনি নিজের চেয়ে বয়সে ছোট এক ব্যক্তিকে স্বামী হিসেবে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, দুজনের বয়সের ব্যবধানটাও উল্লেখ করা মতো। বর্তমানে ৪৩ বছর বয়সী মুন ২০২১ সালে ভালোবেসে নিজের চেয়ে ১৩ বছরের ছোট আলফিকে বিয়ে করেছিলেন। আলফি বর্তমানে ৩০ বছরের যুবক। 

বয়সের বড় ব্যবধান থাকলেও আলফির সঙ্গে মুনের দাম্পত্য কোনো সমস্যা ছাড়াই চলছে। তবে সমস্যা বেঁধেছে ঘরের বাইরে। মুনের অভিযোগ, স্বামীর বয়স কম হওয়ায় অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন। আবার এমন অনেকেই আছেন যারা মনে করেন, মুনের অর্থ সম্পদের লোভেই আলফি তাঁর সঙ্গে সংসার করে যাচ্ছে। 

তবে অর্থের লোভে আলফি সংসার করছে এই ধারণাটিকে উড়িয়ে দিয়েছেন মুন। তিনি জানান, স্বামীকে দেওয়ার মতো অর্থ আসলে তাঁর কাছে নেই। 

দাম্পত্যের এমন খুঁটিনাটি বিষয় মূলত মুনের কারণেই প্রকাশ্যে এসেছে। তিনি তাঁর টিকটক চ্যানেলে কম বয়সী স্বামীর সঙ্গে সংসার করার বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেন।

সম্প্রতি বয়সের ব্যবধানের কারণে স্বামী-স্ত্রী হিসেবে মুখোমুখি হওয়া কিছু মজার বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন মুন ও আলফি। পরে এই ভিডিওটি টিকটকে পোস্ট করলে তাতে বিপুল সাড়া পাওয়া যায়। প্রায় আড়াই লাখ ভিউ হওয়া ওই ভিডিওতেই মুন জানান, বাইরে গেলে বয়সের ব্যবধানের কারণে অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন। 

মজা করার ছলে ভিডিওতে মুনকে বলতে শোনা যায়—বয়স কম হওয়ায় স্বামী তাঁর মন নিয়ে খেলবে এমন দুশ্চিন্তা করেন না তিনি। এ বিষয়ে মুন বলেন, ‘যখন আমি তাঁকে খেলা থামানোর কথা বলি, আমি আসলে তাঁকে পিএস-৫ গেমটি থামানোর কথা বলি, আমার মন নিয়ে খেলার কথা নয়।’ 

একই ভিডিওতে আলফি জানান, তিনি স্বাভাবিক সময়েই প্রতিদিন বিছানায় যান কিন্তু মুনের বিছানায় যাওয়ার স্বভাবটি তাঁর নানির মতো। তবে নানি কখন বিছানায় যেতেন সে বিষয়টি খোলাসা করেননি আলফি। 

মজার মাজার অভিজ্ঞতা নিয়ে দুজনের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের মধ্যে এক নারী লিখেছেন, ‘আমাদের বয়সের ব্যবধানও অনেক বেশি, প্রায় ৩৭ বছর। তাই ছুটির দিনগুলোতে আমরা বাইরে গেলে অনেকেই প্রশ্ন করে বসেন, তিনি আমার বাবা কি-না।’ 

স্বামী ১৬ বছরের বড় জানিয়ে আরেক নারী কমেন্টে দাবি করেছেন, তাঁকেও অনেকে স্বামীর কন্যা ভেবে বসেন। 

আরেকজন দাবি করেছেন, সাড়ে ১২ বছরের ছোট স্বামীকে কোনো কাজের কথা বললেই তিনি তাঁকে মা ডাকতে শুরু করেন এবং কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

একটু হাঁটুন, সুস্থ থাকুন

ঘরে সঠিক লাইটিং করতে যে ১০টি ভুল করবেন না

যে ৪ অমিল দাম্পত্য সম্পর্ক ভাঙার কারণ

একই সম্পর্কে বারবার ফিরে আসা কেন?

আজকের রাশিফল: চোখাচোখি হওয়ার প্রবল সম্ভাবনা, বসের নেক নজরে পড়বেন

কৈশোরের প্রেম ও সহিংসতা নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলুন

চল্লিশে বাঁচুন প্রাণখুলে

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শীতে গোলাপের পরিচর্যা করবেন যেভাবে