হোম > জীবনধারা > ক্যাম্পাস

বিকে স্কুল অব রিসার্চ

মো. আশিকুর রহমান

বছর আটেক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের থিসিস করছিলেন বিজন কুমার। নবীন শিক্ষার্থী হিসেবে গবেষণার খুঁটিনাটি বিষয়ে জানার আগ্রহ থাকলেও সুযোগ ছিল কম। তিনি খোঁজ নিয়ে দেখলেন, তাঁর মতো অনেকে একই সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন। সে সময় বন্ধুরা মিলে গড়ে তোলেন একটি সংগঠন। যার বর্তমান নাম ‘ব্লুমিং নলেজ স্কুল অব রিসার্চ’, সংক্ষেপে ‘বিকে স্কুল অব রিসার্চ’। কাজের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এরই মধ্যে অর্জন করে নিয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২’।

২০১৫ সালের আটজন থেকে এখন বিজনদের টিমে ২২টি দেশের ৫৫ জন গবেষক, ৩০০ তথ্য সংগ্রাহক, ১০ জন অফিস এক্সিকিউটিভ কাজ করছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিকে স্কুল অব রিসার্চ। এই সংগঠন থেকে এখন পর্যন্ত ২০টি গবেষণা প্রকল্প আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এগুলোর মধ্যে এলসভিয়ারের সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ওপেন, উইলির জার্নাল অব পাবলিক অ্যাফেয়ার্স, ট্রান্স ন্যাশনাল প্রেস লন্ডনের রেমিট্যান্স রিভিউ এবং মালয়েশিয়ার ইউএসএম ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল জার্নাল অব এশিয়া প্যাসিফিক স্টাডিজ উল্লেখযোগ্য। এ ছাড়া বর্তমানে সাতটি গবেষণা রিভিউ পর্যায়ে এবং ১২টি মাঠপর্যায়ে চলমান। টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, গুণগত শিক্ষা, গণস্বাস্থ্য, স্মার্ট বাংলাদেশ, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে মাঠপর্যায়ে গবেষণা করছে বিকে স্কুল অব রিসার্চ।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ