হোম > জীবনধারা > ক্যাম্পাস

এডব্লিউএস এক্সপার্ট তৈরির উদ্যোগ

ক্যাম্পাস ডেস্ক

দেশে প্রথমবারের মতো আমাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) যৌথভাবে আয়োজন করে ‘আমাজন ওয়েব সার্ভিসেস ক্লাউড ডে-২০২৩’। সম্প্রতি ঢাকার ডিআইইউ ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এডব্লিউএসের সহযোগিতায় বাংলাদেশের তরুণ মেধাবী তথ্যপ্রযুক্তিপ্রেমীদের প্রশিক্ষণের মাধ্যমে ৫০ হাজার এডব্লিউএস এক্সপার্ট তৈরির ঘোষণা দেয় দীপ্তি।

এই আয়োজনের লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের আমাজন ওয়েব সার্ভিসের ক্যারিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেওয়া।

এডব্লিউএসের লক্ষ্য ৭ লাখ দক্ষ প্রযুক্তি পেশাদার তৈরি করা। এডব্লিউএস ও দীপ্তি বাংলাদেশে ডিজিটাল দক্ষতার ঘাটতি পূরণে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয়ভাবে কাজ করবে। শিল্প-নেতৃস্থানীয় জ্ঞান এবং দক্ষতার সঙ্গে পেশাদার ব্যক্তিদের ক্ষমতায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং দেশে প্রযুক্তিগত অগ্রগতি আনয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এ ছাড়া এডব্লিউএসের লিডার, সলিউশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী-উজ জামান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল পরিবারের সিইও মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান ছিলেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত