হোম > জীবনধারা > ক্যাম্পাস

বিইউএফটি আন্তকলেজ জাতীয় বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ডিবেট ফোরাম প্রথমবারের মতো আয়োজন করেছে বিইউএফটি আন্তকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজ।

দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় প্রথমে অংশ নেয় রাজধানীর বিভিন্ন কলেজ থেকে আসা ৩৬টি দল। সেখান থেকে প্রথম পর্বে বাছাই করে ১২টি দল চলে যায় প্রি-কোয়ার্টার পর্বে। কোয়ার্টার পর্বের পর পাওয়া যাবে তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিজয়ী দলকে।

টানা দুই দিন বিজিএমইএ ক্যাম্পাস মুখর ছিল আয়োজক ও অংশগ্রহণকারীদের পদচারণে। ভারতের সিনেমা এ দেশে প্রদর্শন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অতীত স্মৃতি মুছে ফেলার প্রযুক্তির ব্যবহার কিংবা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ—এমন বিষয়গুলো নিয়ে ছিল বিতর্কের আয়োজন।  

কলেজ পর্যায়ের এমন জাতীয় আয়োজন সম্পর্কে ডিবেট ফোরামের সহসভাপতি আরিফ রহমান রাতিন জানান, চিন্তাভাবনা একা একা সমৃদ্ধ করা সম্ভব নয়।

অন্যেরটা শুনলে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করা সম্ভব। মূলত নিজেদের বিতর্ক দক্ষতা বাড়ানো এবং অন্যদের জন্য সুযোগ করে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান রাতিন। এই আয়োজনের সেরারা পাবেন পুরস্কার ও সম্মাননা।

গতকাল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষ হয়েছে। তবে এখনো এর ফাইনালের তারিখ জানানো হয়নি। তবে রমজান শুরুর আগে এই আয়োজন শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন