হোম > জীবনধারা > ক্যাম্পাস

নৃত্য নিয়ে আরিফের পথচলা

আনিসুল ইসলাম নাঈম

আরিফুল ইসলাম নাঈমের জন্ম ও বেড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রামের একটি সরকারি কলোনিতে। তাঁর শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে সেখানে। 
আরিফের বড় বোন আমেনা খাতুন ছিলেন নাচের মানুষ। তাঁকে দেখে নাচের প্রতি ঝোঁক চাপে আরিফের।

বড় বোন তাঁর আগ্রহ দেখে বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম জেলা শাখায় ভর্তি করিয়ে দেন। এর কিছুদিন মধ্যে পড়াশোনার ব্যস্ততা আর পারিবারিক কারণে এসএসসি পরীক্ষার আগেই চাঁদপুরে চলে আসতে হয় তাঁকে।

এরপর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সৃজনশীল নৃত্যকলা বিভাগে নৃত্যগুরু সোমা দত্তের কাছে নাচের তালিম নেন। ২০১৮ সালে নৃত্যকলার ওপর চার বছর মেয়াদি প্রশিক্ষণ শেষ করেন।

বর্তমানে আরিফ চাঁদপুরের পুরান বাজার ডিগ্রি কলেজে বাংলা সাহিত্যে স্নাতক চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

নৃত্যে আরিফের অর্জন অনেক। তাঁর উল্লেখযোগ্য অর্জন রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সহযোগিতায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ। এটি ছিল আন্তর্জাতিক পুরস্কার। ২০১৬ সাল থেকে এ বছর পর্যন্ত অনেক স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। এর মধ্যে আছে এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপ।

আরিফ ইতিমধ্যে বেশ কিছু শিক্ষার্থীকে নাচ শেখাচ্ছেন। এ কাজ চালিয়ে যেতে চান তিনি। তবে তাঁর ইচ্ছা, ভবিষ্যতে নৃত্য বিষয়ে উচ্চতর লেখাপড়া করা।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি