হোম > জীবনধারা > ক্যাম্পাস

৫ শিক্ষার্থীর কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম বৃত্তিমূলক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের পাঁচ শিক্ষার্থী। পরীক্ষায় অ্যানাটমি বিষয়ে সর্বোচ্চ ৮৫ শতাংশ নম্বর অর্জন করেছেন তাঁরা। এই কৃতী শিক্ষার্থীরা হলেন ফাওজিয়া ফারিহা, বসরা আমিন ঐশী, পাপিয়া আক্তার, সৌরভ সরকার ও ফেরদৌস অহিদ শাওন। চলতি বছর সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে মোট আটজন বিভিন্ন বিষয়ে অনার্স নম্বর অর্জন করেন। তাঁদের মধ্যে পাঁচজনই খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থী।

কলেজটি থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী মে ২০২২-এর বৃত্তিমূলক পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে নিয়মিত হিসেবে ষষ্ঠ ব্যাচের ৫২ জন এবং অনিয়মিত হিসেবে অংশ নেন চতুর্থ ও পঞ্চম ব্যাচের মোট ১৮ জন পরীক্ষার্থী। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৪২ জন সব বিষয়ে পাস করেছেন। এ ছাড়া একই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় বৃত্তিমূলক পরীক্ষায় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে মোট ৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

এতে নিয়মিত হিসেবে চতুর্থ ব্যাচের ৩৯ জন এবং অনিয়মিত হিসেবে তৃতীয় ব্যাচের ৪ জন অংশ নেন। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ জন সব বিষয়ে পাস করেন এবং একজন ফার্মাকোলজি বিষয়ে সর্বোচ্চ বা অনার্স নম্বর অর্জন করেন। সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে ফার্মাকোলজি বিষয়ে একমাত্র অনার্স নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের তানিয়া আক্তার সাথী। তিনি এর আগে প্রথম বৃত্তিমূলক পরীক্ষায়ও অ্যানাটমি বিষয়ে অনার্স নম্বর অর্জন করেন।

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত