হোম > জীবনধারা > ক্যাম্পাস

বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘শীতের হাওয়া হঠাৎ ছুটে এল, গানের বেলা শেষ না হতে হতে?’ শীত নিয়ে রবীন্দ্রনাথের লেখা কবিতা পাঠের মধ্য দিয়ে পৌষের আড্ডা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হলো গ্রিন ইউনিভার্সিটিতে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস অডিটরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মেহেদি হাসান, সহকারী অধ্যাপক মো. আবু নাইম মিয়াজী, প্রভাষক নূসাইরা তাজরিন, আয়নাল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ পিঠা উৎসবে উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একাধিক ব্যাচের শিক্ষার্থীরা। ছয়টি স্টলে বাহারি নামের পিঠা চেখে দেখছেন শিক্ষার্থীরা। এসব পিঠার মধ্যে ছিল নকশি পিঠা, বিস্কুট পিঠা, পাটিসাপটা, নারিকেল পিঠা। এ ছাড়া ছিল ফুচকার আয়োজন।

পিঠার দাম ছিল ৩০ থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্ত। এই আয়োজনের উদ্দেশ্য ছিল পিঠার ঐতিহ্য ধরে রাখা।

পিঠা উৎসবে আসা জেএমসির শিক্ষার্থী আশরাফুল হোসেন বলেন, ‘মায়ের হাতে তৈরি শীতের পিঠা খুব মিস করছি। ক্যাম্পাসে বসে শীতের পিঠা খাওয়ার এই অন্য রকম আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

বিবিএর শিক্ষার্থী হুমায়ূন কবির জানিয়েছেন, হঠাৎ করে শীতের ঠান্ডা আবহাওয়ায় এ রকম পিঠা উৎসব আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত তিনি। পিঠা উৎসব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু

‎জবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৪ ডিসেম্বর