হোম > জীবনধারা > ক্যাম্পাস

সেশন জটমুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়

রুবায়েত হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠাকালের দিক থেকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নবম। বুয়েটের পর ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোর্স ক্রেডিট পদ্ধতি চালু হয়। শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশ এ ক্যাম্পাসের। বিশেষভাবে চোখে পড়বে একই রঙে রাঙানো এ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর দেয়াল। প্রশাসনিক বা একাডেমিকসহ কোনো ভবনের দেয়ালে নেই স্লোগান লেখা, নেই কোনো ব্যানার-ফেস্টুন। প্রতিটি ভবনের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের নামে। ২০১৯ ও ২০২০ সালে স্পেনের স্কোপাস পরিচালিত জরিপে দেশে উদ্ভাবনীতে প্রথম ও গবেষণায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে খুলনা বিশ্ববিদ্যালয়। এডি সায়েন্টিফিক ইনডেক্স-২০২২-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান লাভ করে বিশ্ববিদ্যালয়টি।

খুলনা বিশ্ববিদ্যালয়ে এখন প্রায় ৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। রয়েছেন প্রায় পাঁচ শ জন শিক্ষক। এ পর্যন্ত ২৮টি ব্যাচ থেকে উত্তীর্ণ স্নাতকের সংখ্যা প্রায় ১৫ হাজার। প্রতিবছর ২৯টি অনুষদের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে।

১৯৮৯ সালের ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৯০ সালের জুলাই মাসে জাতীয় সংসদে ‘খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০’ পাস হয়। এরপর ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা শুরু করে বিশ্ববিদ্যালয়টি।

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি