হোম > জীবনধারা > ক্যাম্পাস

সৌন্দর্য ছড়াচ্ছে জারুল ফুল

মো. ফাহাদ বিন সাঈদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সবুজ অঙ্গন। গ্রীষ্মের প্রখর তাপে তেতে উঠেছে এ ক্যাম্পাস। গ্রামীণ আবহে সবুজের লীলাভূমি এই ক্যাম্পাস। সবুজ পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে সবুজ ঠিকরে বেরিয়ে আসে। উঁচু-নিচু সর্পিল রাস্তায় স্নিগ্ধ সৌন্দর্য ছড়িয়ে দেয় হাজার হাজার সোনালি ফুলের পাপড়ি। 

এই ছোট্ট ক্যাম্পাসে ফুটেছে জারুল ফুল। ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠ, জয় বাংলা মোড়, নজরুল ভাস্কর্যসহ বিভিন্ন রাস্তার পাশে সবুজ পাতার সঙ্গে ছয় পাপড়ি আর হলুদ রঙের পরাগবিশিষ্ট মায়াবী জারুল ফুলের মোহনীয় ছোঁয়ায় মনোমুগ্ধকর হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সেজেছে তার আপন মহিমায়। জারুল ফুলের বেগুনি রং যেমন আকর্ষণ বর্ণিল, তেমনি তার পাপড়ির নমনীয়তা হৃদয়ে দেয় প্রশান্তির দোলা। বিশাল মঞ্জরি, উজ্জ্বল বেগুনি বর্ণের উচ্ছলতা এবং ঘন সবুজ পাতার পটভূমিকায় উৎক্ষিপ্ত পুষ্পচ্ছটা শুধু দুষ্প্রাপ্যই নয়, সৌন্দর্যেও অনন্য। 

ইংরেজিতে ‘প্রাইড অব ইন্ডিয়া’ নামে পরিচিত জারুলকে বাংলার চেরি বলা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আঙিনা শোভিত হয়েছে জারুল ফুলে। দ্রোহ এবং বেগুনি ফুলের নমনীয়তা মিলেমিশে একাকার এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত