হোম > জীবনধারা > ক্যাম্পাস

এইউবিতে নবীনবরণ

ক্যাম্পাস ডেস্ক

এ বছরের জন্য স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ১২ মে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই নবীনবরণ হয়। এতে নবীন ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এইউবির বিভিন্ন বিভাগের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক। গেস্ট অব অনার ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান এবং বিশেষ অতিথি ছিলেন এইউবির ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ভর্তি ও তথ্য বিভাগের পরিচালক জাকির হোসেন। সভাপতিত্ব করেন এইউবির রেজিস্ট্রার এ কে এম এনামুল হক।

ড. মুহাম্মাদ জাফার সাদেক বলেন, ‘আমাদের ছাত্ররা ড্রোন বানাচ্ছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির নানা খাতে এগিয়ে যাচ্ছে। যারা এগিয়ে আসবে, যারা নতুন কিছু করতে চাইবে, তারাই তাদের কর্মজীবনে সফল হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। আর এই যোগ্যতা অর্জনের পথ তৈরি করে 
দেবে এইউবি।’

এইউবির উপাচার্য ড. শাহজাহান খান নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেই লক্ষ্য বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে কোনো শিক্ষার্থী বসে নেই। সবাই দেশে-বিদেশে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। তোমাদের জন্যও সেই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবির সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন