হোম > জীবনধারা > ক্যাম্পাস

এইউবিতে নবীনবরণ

ক্যাম্পাস ডেস্ক

এ বছরের জন্য স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ১২ মে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই নবীনবরণ হয়। এতে নবীন ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এইউবির বিভিন্ন বিভাগের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক। গেস্ট অব অনার ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান এবং বিশেষ অতিথি ছিলেন এইউবির ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ভর্তি ও তথ্য বিভাগের পরিচালক জাকির হোসেন। সভাপতিত্ব করেন এইউবির রেজিস্ট্রার এ কে এম এনামুল হক।

ড. মুহাম্মাদ জাফার সাদেক বলেন, ‘আমাদের ছাত্ররা ড্রোন বানাচ্ছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির নানা খাতে এগিয়ে যাচ্ছে। যারা এগিয়ে আসবে, যারা নতুন কিছু করতে চাইবে, তারাই তাদের কর্মজীবনে সফল হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। আর এই যোগ্যতা অর্জনের পথ তৈরি করে 
দেবে এইউবি।’

এইউবির উপাচার্য ড. শাহজাহান খান নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেই লক্ষ্য বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে কোনো শিক্ষার্থী বসে নেই। সবাই দেশে-বিদেশে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। তোমাদের জন্যও সেই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউবির সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন